সরস্বতী পুজোয় থিমে মেতেছে মেদিনীপুর শহর

সরস্বতী পুজোয় থিমে মেতেছে মেদিনীপুর শহর। কোথাও ফুটিয়ে তোলা হয়েছে বাংলার লোকশিল্প । কোথাও তুলে ধরা হয়েছে রাজ্য সরকারের বিভিন্ন মানবিক প্রকল্প । কোথাও দক্ষিণ ভারতীয় ও রাজস্থানী ঘরানা ফুটিয়ে তোলা হয়েছে। কোথাও আবার খেলা হবে , অপার রসায়ন , শিক্ষার হাল। কেন্দ্র ও রাজ্য সরকারের সমালোচনা করা হয়েছে থিমের মাধ্যমে। এভাবেই সরস্বতী পুজোয় থিমে মেতেছে মেদিনীপুর শহর । ফি বছর মেদিনীপুর কলেজ এর পাশে রাস্তার দুপাশে কলেজের বর্তমান ও প্রাক্তন পড়ুয়ারা বিভিন্ন থিমের পুজো করে আসছেন।

 

অগ্নিকন্যা , আরিয়ান , নো কম্প্রোমাইজ , রুদ্রবীনা , অবসর , ট্রিপল এক্স , জাগরণ থিম পুজোয় নজর কেড়েছে। ২৪ ফুটের প্রতিমায় বিদ্যাং দেহী ফুটিয়ে তুলেছে নো কম্প্রোমাইজ। মেদিনীপুরের মির্জাবাজার এলাকার সরস্বতী ক্লাব , হান্টার বয়েজ , চ্যাম্পিয়ন বয়েজ ক্লাবের পুজো নজর কেড়েছে। ব্রম্ভা , বিষ্ণু , মহেশ্বর এর পাশে দাঁড়িয়ে আছেন বিদ্যার দেবী সরস্বতী । এমনই থিম করেছে হান্টার বয়েজ। যা দেখার জন্য বুধবার থেকেই মানুষের ভিড় উপচে পড়ছে পুজো মণ্ডপ গুলির সামনে। যার ফলে ভিড় সামলাতে হিমশিম খেতে হচ্ছে পুজো কমিটির উদ্যোক্তাদের।

আরও পড়ুন – মধ্যপ্রদেশে পুরসভা নির্বাচনে বিজেপির বড় জয়

উল্লেখ্য, কোথাও ফুটিয়ে তোলা হয়েছে বাংলার লোকশিল্প । কোথাও তুলে ধরা হয়েছে রাজ্য সরকারের বিভিন্ন মানবিক প্রকল্প । কোথাও দক্ষিণ ভারতীয় ও রাজস্থানী ঘরানা ফুটিয়ে তোলা হয়েছে। কোথাও আবার খেলা হবে , অপার রসায়ন , শিক্ষার হাল। কেন্দ্র ও রাজ্য সরকারের সমালোচনা করা হয়েছে থিমের মাধ্যমে। এভাবেই সরস্বতী পুজোয় থিমে মেতেছে মেদিনীপুর শহর । ফি বছর মেদিনীপুর কলেজ এর পাশে রাস্তার দুপাশে কলেজের বর্তমান ও প্রাক্তন পড়ুয়ারা বিভিন্ন থিমের পুজো করে আসছেন। অগ্নিকন্যা , আরিয়ান , নো কম্প্রোমাইজ , রুদ্রবীনা , অবসর , ট্রিপল এক্স , জাগরণ থিম পুজোয় নজর কেড়েছে।

 

২৪ ফুটের প্রতিমায় বিদ্যাং দেহী ফুটিয়ে তুলেছে নো কম্প্রোমাইজ। মেদিনীপুরের মির্জাবাজার এলাকার সরস্বতী ক্লাব , হান্টার বয়েজ , চ্যাম্পিয়ন বয়েজ ক্লাবের পুজো নজর কেড়েছে। ব্রম্ভা , বিষ্ণু , মহেশ্বর এর পাশে দাঁড়িয়ে আছেন বিদ্যার দেবী সরস্বতী । এমনই থিম করেছে হান্টার বয়েজ। যা দেখার জন্য বুধবার থেকেই মানুষের ভিড় উপচে পড়ছে পুজো মণ্ডপ গুলির সামনে। যার ফলে ভিড় সামলাতে হিমশিম খেতে হচ্ছে পুজো কমিটির উদ্যোক্তাদের।