ঐশ্বর্যাকে মারধরের অভিযোগ! নায়ক থেকে খলনায়ক হয়ে ওঠা সলমনকে বাঁচান সতীশ,

ঐশ্বর্যাকে মারধরের অভিযোগ! নায়ক থেকে খলনায়ক হয়ে ওঠা সলমনকে বাঁচান সতীশ,

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

ঐশ্বর্যাকে মারধরের অভিযোগ! নায়ক থেকে খলনায়ক হয়ে ওঠা সলমনকে বাঁচান সতীশ,আশির দশকের একে বারে শেষলগ্নে বলিপাড়ায় হাতেখড়ি হয়েছিল সলমন খানের। তার পর যত দিন গড়িয়েছে, ততই বেড়েছে তাঁর তারকা দ্যুতি। কিন্তু সাফল্যের চূড়ায় থাকতে থাকতেই আচমকা ছন্দপতন ঘটেছিল ‘সল্লুভাই’-এর। নানা বিতর্ক ঘিরে ধরেছিল তাঁকে। নায়ক থেকে রাতারাতি যেন ‘খলনায়ক’ হয়ে উঠেছিলেন। ধাক্কা খেয়েছিলেন বক্স অফিসেও। ফিল্মি কেরিয়ারে খাদের কিনারায় পৌঁছেছিলেন ভাইজান। এই অবস্থায় সলমনের ত্রাতার ভূমিকায় অবতীর্ণ হন পরিচালক সতীশ কৌশিক। মঙ্গলবার প্রয়াত হয়েছেন সতীশ। অনেকের মতো তাঁর প্রয়াণে ভেঙে পড়েছেন সলমনও। পরিচালকের শেষযাত্রায় সলমনের আবেগবিহ্বল চেহারা প্রকাশ্যে এসেছে। আর এর পরই চর্চায় এসেছে সলমনের কেরিয়ারে সতীশের অবদানের কথা।

 

 

 

১৯৮৯ সালে ‘ম্যায়নে প্যায়ার কিয়া’ ছবির হাত ধরে বলিউডের নায়ক হিসাবে আত্মপ্রকাশ ঘটেছিল সলমনের। তার পর আর পিছন ফিরে তাকাতে হয়নি তাঁকে। অশ্বমেধের ঘোড়ার মতোই ছুটেছেন। তবে এই দৌড়ের সময়ই হোঁচট খেতে হয়েছিল সল্লুভাইকে।নব্বইয়ের দশকের শেষের দিকে কেরিয়ারে খানিকটা ভাটার মুখে পড়েছিলেন সলমন। তাঁর কয়েকটি ছবি তেমন ভাবে সাড়া ফেলেনি। সেই সময় একের পর এক সুপারহিট ছবি উপহার দিয়ে বক্স অফিস মাতিয়েছিলেন শাহরুখ খান।এক দিকে, কেরিয়ারে হিট ছবির ভাটা, সেই সঙ্গে বিতর্ক— এই দুই মিলিয়ে বেগ পেতে হয়েছিল সলমনকে। ১৯৮৮ সালে রাজস্থানের জোধপুরে ‘হাম সাথ সাথ হ্যায়’ ছবির শ্যুটিং করছিলেন সলমন। ওই ছবির শুটিংয়ের সময় কৃষ্ণসার হরিণ হত্যার অভিযোগ উঠেছিল সলমনের বিরুদ্ধে। যা নিয়ে বিস্তর বিতর্ক হয়। এই বিতর্ক থিতু হতে না হতেই বলিপাড়ায় রটে গিয়েছিল সলমন খান এবং ঐশ্বর্যা রাইয়ের প্রেমের গুঞ্জন।

 

 

আরও পড়ুন – কুম্বলেকে টপকে নতুন নজির অশ্বিনের,কোন রেকর্ড ভাঙলেন ভারতীয় স্পিনার?

 

 

সঞ্জয় লীলা ভন্সালীর ছবি ‘হাম দিল দে চুকে সনম’ ছবির সময় সলমন এবং ঐশ্বর্যার বহুলচর্চিত প্রেমের শুরু। কিন্তু এই সম্পর্ক পরে তিক্ততায় পরিণত হয়। ঐশ্বর্যাকে হেনস্থার অভিযোগ ওঠে সলমনের বিরুদ্ধে। যা নিয়ে শোরগোল পড়ে যায় বি-টাউনে।সলমনের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করে ঐশ্বর্যার পরিবার। ২০০২ সালে মার্চ মাসে বিচ্ছেদ হয় এই তারকা জুটির। ছবির থেকেও তখন সলমনের ব্যক্তিজীবন খবরের শিরোনামে। এই সময় শাহরুখের সঙ্গেও তাঁর মতবিরোধ তৈরি হয়।ঐশ্বর্যার সঙ্গে বিচ্ছেদের কয়েক মাসের মধ্যেই আরও এক বিতর্কে জড়িয়েছিলেন সলমন। ২০০২ সালের সেপ্টেম্বর মাসে মুম্বইয়ের ফুটপাতে সলমনের বেপরোয়া গাড়ির ধাক্কায় মৃত্যু হয় ১ জনের। জখম হন আরও ৩ জন। দুর্ঘটনার পর গাড়ি নিয়ে পালানোর অভিযোগ ওঠে নায়কের বিরুদ্ধে। এ জন্য গ্রেফতার করা হয়েছিল তাঁকে।একের পর এক বিতর্ক, সম্পর্কে ভাঙন— রাতারাতি বলিউডের ‘ব্যাড বয়’ হয়ে উঠেছিলেন সলমন। এই সময়ই ভাইজানকে তাঁর আগের সিংহাসন ফিরিয়ে দেন পরিচালক সতীশ কৌশিক।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top