ডোনার স্কুলের সরস্বতী পুজোয় সৌরভ। গতকালই মুম্বই থেকে কলকাতায় ফিরেছেন সৌরভ গঙ্গোপাধ্যায়। সৌরভ নিজে সরস্বতী পুজো কলকাতায় কাটাতেই পছন্দ করেন। এবারও সকাল সকাল তিনি অঞ্জলি দেন। অনুরাগীদের নানা আবদারও মেটান। দীক্ষামঞ্জরির পুজোটি হয় বেহালায় ডোনা গঙ্গোপাধ্যায়ের বাড়িতেই। সৌরভের সঙ্গেই অঞ্জলি দেন ডোনার মা স্বপ্না রায়, প্রাক্তন বোর্ড সভাপতির আপ্ত সহায়ক তানিয়া ভট্টাচার্য এবং দীক্ষামঞ্জরির শিক্ষার্থীরা।
সৌরভ বলেন, বছর ২৫ ধরে এই পুজো হচ্ছে। সানার জন্যই পুজো। তবে ও থাকে না। উল্লেখ্য, সৌরভ-কন্যা সানা এখন উচ্চশিক্ষার জন্য লন্ডনে। স্বাভাবিকভাবেই পুজোর দিনে সৌরভের কিছুটা হলেও মন খারাপ। সৌরভ তাঁর বায়োপিক তৈরি প্রসঙ্গে বলেন, পরিকল্পনা চলছে। এখনও চূড়ান্ত কিছু হয়নি। এমনকী কে অভিনয় করবেন সেটাও এখনও ঠিক হয়নি বলেই জানান বোর্ড সভাপতি। তাঁর ঘনিষ্ঠ মহল সূত্রে জানা গিয়েছে, ভারতের অধিনায়কত্ব করার পাশাপাশি বিসিসিআইয়ের সভাপতিও ছিলেন মহারাজ।
তাঁর বর্ণময় জীবনের কোন অধ্যায়গুলি রাখা হবে, ছবির দৈর্ঘ্য কতটা হবে সে বিষয়ে সৌরভ নিজেও নানা পরিকল্পনার কথা জানিয়েছেন। যাতে ছবির গল্প টানটান থাকে। চিত্রনাট্য তৈরির কাজ নিজেও তত্ত্বাবধান করছেন মহারাজ। এদিকে, কাল থেকে ভারত-নিউজিল্যান্ড টি ২০ সিরিজ শুরু রাঁচিতে। ভারত চলতি বছর শ্রীলঙ্কাকে টি ২০ সিরিজে হারিয়েছে।
আরও পড়ুন – মধ্যপ্রদেশে পুরসভা নির্বাচনে বিজেপির বড় জয়
উল্লেখ্য, গতকালই মুম্বই থেকে কলকাতায় ফিরেছেন সৌরভ গঙ্গোপাধ্যায়। সৌরভ নিজে সরস্বতী পুজো কলকাতায় কাটাতেই পছন্দ করেন। এবারও সকাল সকাল তিনি অঞ্জলি দেন। অনুরাগীদের নানা আবদারও মেটান। দীক্ষামঞ্জরির পুজোটি হয় বেহালায় ডোনা গঙ্গোপাধ্যায়ের বাড়িতেই। সৌরভের সঙ্গেই অঞ্জলি দেন ডোনার মা স্বপ্না রায়, প্রাক্তন বোর্ড সভাপতির আপ্ত সহায়ক তানিয়া ভট্টাচার্য এবং দীক্ষামঞ্জরির শিক্ষার্থীরা।
সৌরভ বলেন, বছর ২৫ ধরে এই পুজো হচ্ছে। সানার জন্যই পুজো। তবে ও থাকে না। উল্লেখ্য, সৌরভ-কন্যা সানা এখন উচ্চশিক্ষার জন্য লন্ডনে। স্বাভাবিকভাবেই পুজোর দিনে সৌরভের কিছুটা হলেও মন খারাপ। সৌরভ তাঁর বায়োপিক তৈরি প্রসঙ্গে বলেন, পরিকল্পনা চলছে। এখনও চূড়ান্ত কিছু হয়নি। এমনকী কে অভিনয় করবেন সেটাও এখনও ঠিক হয়নি বলেই জানান বোর্ড সভাপতি। তাঁর ঘনিষ্ঠ মহল সূত্রে জানা গিয়েছে, ভারতের অধিনায়কত্ব করার পাশাপাশি বিসিসিআইয়ের সভাপতিও ছিলেন মহারাজ। ডোনার স্কুলের