হাসপাতালে ভর্তি  সৌরভ গঙ্গোপাধ্যায়

হাসপাতালে ভর্তি  সৌরভ গঙ্গোপাধ্যায়

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

নিউজ ডেস্ক ২ জানুয়ারি ২০২১: জিম করতে গিয়ে হঠাৎই ব্ল্যাক-আউট হয়ে যান বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায় । প্রতি দিনই সকালে নিজের বাড়িতে শারীরিক কসরত করেন  সৌরভ ।  আর পাঁচ দিনের মতো আজও জিম করছিলেন তিনি ।

৪৮বছরের সৌরভের শরীরে কোনও বিশেষ রোগ নেই বলেই পরিবারের তরফে জানানো হয়েছে ।  আজ  সকালে বাড়িতে জিম করছিলেন তিনি  আর সেই সময় মাথা ঘুরে পড়ে যান তিনি।  এমন ঘটনায় উদ্বিগ্ন তাঁর পরিবারের সদস্যরা। এই মুহূর্তে দক্ষিণ কলকাতার একটি হাসপাতালে ভর্তি  করা হয়েছে তাঁকে। ব্ল্যাক আউটের খবর পাওয়ার পরই দ্রুত চিকিৎসকদের একটি দল গঠন করা হয়েছে। বেসরকারি হাসপাতালের জরুরি বিভাগে সৌরভকে ভর্তি  করানো হয়েছে তবে ঠিক কোন কারণে এই ব্ল্যাক আউট তা খতিয়ে দেখছেন চিকিৎসকরা। তবে সুত্রের খবর শুক্রবার থেকেই অসুস্থ বোধ করছিলেন মহারাজ। শনিবার সকালে এরকম ঘটনা ঘটলে তাঁকে তাড়াতাড়ি হাসপাতালে নিয়ে যায়  পরিবারের লোকজন। প্রাক্তন ক্যাপ্টেনের শারীরিক অবস্থা উদ্বেগমুক্ত হওয়ায়  হাসপাতাল সূত্রে জানা যাচ্ছে, এমার্জেন্সি থেকে সৌরভ গঙ্গোপাধ্যায়কে ওয়ার্ডে স্থানান্তরিত করা হচ্ছে।  হঠাত করে ব্ল্যাক-আউট হয়ে যাওয়াতে প্রাথমিকভাবে একাধিক পরীক্ষার কথা বলা হয়েছে। সেগুলিই আপাতত করা হচ্ছে বলে জানা যাচ্ছে। হঠাত করে সৌরভের অসুস্থতার কথা ছড়িয়ে পড়তেই উদ্বিগ্ন হয়ে পড়েছেন অসংখ্য তাঁর অনুরাগী।  সৌরভের অসুস্থতার খবর পেয়ে উদ্বেগ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়  । দ্রুত আরোগ্য  কামনা করে টুইট করেন। সৌরভ কে দেখতে হাসপাতালে এলেন আরেক প্রাক্তন ক্রিকেটার লক্ষ্মীরতন শুক্লা।

আরও পড়ুন…বিজেপির দলীয় পতাকা পুড়িয়ে দেওয়ার প্রতিবাদে ক্ষোভে ফেটে পড়ল বিজেপি সমর্থকেরা

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top