ফের সুদের হার বৃদ্ধি করল স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিযা। ১৫ ফেব্রুয়ারি থেকে কার্যকর হয়েছে এই নতুন নিয়ম। স্থায়ী আমানতে (Fixed Deposit)ফের সুদের হার বৃদ্ধি করল স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিযা (SBI)। ১৫ ফেব্রুয়ারি থেকে কার্যকর হয়েছে এই নতুন নিয়ম। ৪০০ দিন বা তার বেশি মেয়াদি সঞ্চয়ে সুদের হার ৭.১ শতাংশ রেখেছে দেশের বৃহত্তম ব্যাঙ্ক।
কত টাকা জমায় কত সুদ ?
স্টেট ব্যাঙ্কের তরফে জানানো হয়েছে, ২ কোটি টাকার নিচের স্থায়ী আমানতে এই সুদ দিচ্ছে ব্যাঙ্ক। ৫ বিপিএস থেকে ২৫ বিপিএস সুদে হার বাড়িয়েছে ব্যাঙ্ক। সাধারণের জন্য ৭.১ শতাংশ সুদের পাশাপাশি প্রবীণ নাগরকিরা পাচ্ছেন আরও সুবিধা।
অপরিবর্তিত এই সুদের হার
তবে এই নতুন হারের মধ্য়ে ১ বছরের স্থায়ী আমানতে সুদের হার অপিরিবর্তিত রেখেছে স্টেট ব্যাঙ্ক। সেই ক্ষেত্রে পুরনো ২১১ দিন থেকে ১ বছরেরও কম সময়ে ৫.৭৫ শতাংশ অফার করেছে। এ ছাড়াও ১৮০ দিন থেকে ২১০ দিনের মেয়াদের এফডিতে আগের মতোই ৫.২৫ শতাংশ সুদ দিচ্ছে ব্যাঙ্ক। পাশাপাশি ৪৬ দিন থেকে ১৭৯ দিনে ৪.৫ শতাংশ ও ৭ দিন থেকে ৪৫ দিনের মেয়াদে ৩ শতাংশ হারে সুদ দিচ্ছে SBI।
প্রবীণ নাগরিকদের এফডি রেট
বর্তমানে সাধারণের মতো প্রবীণ নাগরিকদের জন্য ২ কোটির নিচে FD-র সুদের হারও বাড়ানো হয়েছে। ১ বছর বা তার বেশি মেয়াদে বাড়ানো হয়েছে এই ইন্টারেস্ট রেট। সাধারণত, বয়স্করা সাধারণের তুলনায় FD-তে বেশি সুদ পেয়ে থাকেন।SBI প্রবীণ নাগরিকদের জন্য FD হার ২ বছর থেকে ৩ বছরের মেয়াদে ২৫ বিপিএস বাড়িয়ে দিয়েছে। এখানে ৭.২৫ শতাংশ রেট বেড়ে হয়েছে ৭.৫০ শতাংশ। ৫ বছর থেকে ১০ বছর মেয়াদেও একই সুদের হার পাবেন গ্রাহকরা। প্রবীণ নাগরিকদের জন্য SBI-এর দেওয়া সর্বোচ্চ সুদের হার ৭.৫০ শতাংশ।
আরও পড়ুন – সামান্থাকে দেখা যাবে না ‘পুষ্পা: দ্য রুল’ ছবিতে, কী কারণে এই ছবি…
সাধারণের জন্য কত সুদ ?
স্টেট ব্যাঙ্কে আগে ২-৩ বছরের মেয়াদে ৬.৭৫ শতাংস সুদ দেওয়া হত। এবার যা ২৫ বিপিএস বাড়িয়ে ৭ শতাংশ করা হয়েছে। পাশাপাশি ৩-১০ বছরের মেয়াদকালের জন্য ৬.২৫ শতাংশ থেকে সুদ বেড়ে হয়েছে ৬.৫০ শতাংশ। ১ বছর থেকে ২ বছরের কম মেয়াদে সর্বনিম্ন ৫ বিপিএস-এর সুদ বৃদ্ধি করেছে ব্যাঙ্ক। আগের ৬.৭৫ থেকে ৬.৮০ শতাংশ সুদ বাড়িয়েছে স্টেট ব্যাঙ্ক।