Deprecated: version_compare(): Passing null to parameter #2 ($version2) of type string is deprecated in /home/u517603494/domains/shinetv.in/public_html/wp-content/plugins/elementor/core/experiments/manager.php on line 170
কোন খাতে বিনিয়োগে মিলবে বেশি লাভ?

কোন খাতে বিনিয়োগে মিলবে বেশি লাভ?SBI ও পোস্ট অফিসের FD-তেই করা যাবে বিনিয়োগ।

কোন খাতে বিনিয়োগে মিলবে বেশি লাভ?SBI ও পোস্ট অফিসের FD-তেই করা যাবে বিনিয়োগ।

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

কোন খাতে বিনিয়োগে মিলবে বেশি লাভ?SBI ও পোস্ট অফিসের FD-তেই করা যাবে বিনিয়োগ। দেশের সমস্ত ব্যাঙ্কগুলি গ্রাহকদের জন্য স্থায়ী আমানত বা ফিক্সড ডিপোজিটে টাকা রাখার সুযোগ দেয়। এর বিনিময়ে আকর্ষণীয় সুদ দিয়ে থাকে ব্যাঙ্ক। নতুন গ্রাহকদের আকৃষ্ট করার জন্য অনেক ব্যাঙ্ক সাম্প্রতিক সপ্তাহগুলিতে তাদের FD-তে সুদের হার বাড়িয়েছে। প্রায় ১০ মাস আগে FD-তে সুদের হার গড়ে ৫ শতাংশ থাকলে এখন তা বেড়ে হয়েছে ৭ শতাংশের বেশি হয়েছে। সম্প্রতি স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (এসবিআই), এইচডিএফসি ব্যাঙ্ক নিজেদের স্থায়ী আমানতে সুদের হার বাড়িয়েছে। ব্যাঙ্ক ছাড়া পোস্ট অফিসের টাইম ডিপোজিটগুলিও FD-এর জন্য একটি নিরাপদ বিকল্প হিসাবে বিবেচিত হয়। পোস্ট অফিস টাইম ডিপোজিটের সুদের হার ত্রৈমাসিক ভিত্তিতে সংশোধন করা হয়ে থাকে। পোস্ট অফিস FD স্কিমগুলি ব্যাঙ্ক FD-র মতোই। পোস্ট অফিসগুলি এক বছর থেকে পাঁচ বছরের মধ্যে FD স্কিম অফার করে। ব্যাঙ্ক FD-র মতোই পোস্ট অফিসের FD-তে বিনিয়োগ করে বিনিয়োগকারীরা নিশ্চিত রিটার্ন পেতে পারেন।

 

 

 

 

এবার কোথায় টাকা রেখে বেশি লাভ পাবেন বিনিয়োগকারীরা তা জেনে নিন।

SBI-তে সর্বশেষ সুদের হার:

সাধারণ গ্রাহকরা ৭ দিন থেকে ১০ বছরের মধ্যে SBI FD-তে ৩ শতাংশ থেকে ৭.১ শতাংশ সুদ পাবেন। প্রবীণ নাগরিকরা এই FD-তে অতিরিক্ত ৫০ বেসিস পয়েন্ট (bps) সুদ পাবেন। ২০২৩ সালের ১৫ ফেব্রুয়ারি থেকে এই নয়া হার কার্যকর হয়েছে।

 

৭ দিন থেকে ৪৫ দিনের FD-তে ৩ শতাংশ
৪৬ দিন থেকে ১৭৯ দিনের FD-তে ৪.৫ শতাংশ
১৮০ দিন থেকে ২১০ দিনের FD-তে ৫.২৫ শতাংশ
২১১ দিন থেকে ১ বছরের কম সময়ের FD-তে ৫.৭৫ শতাংশ
১ বছর থেকে ২ বছরের কম সময়ের FD-তে ৬.৮ শতাংশ
৪০০ দিনের জন্য FD-তে সুদের হার ৭.১০ শতাংশ (অমৃত কলস)
২ বছর থেকে ৩ বছরের কম সময়ের FD-তে ৭ শতাংশ
৩ বছর থেকে ৫ বছরের কম সময়ের FD-তে ৬.৫ শতাংশ
৫ বছর থেকে ১০ বছরের কম সময়ের FD-তে ৬.৫ শতাংশ

 

আরও পড়ুন – ২৭ ফেব্রুয়ারি থেকে সব খুইয়ে নিঃস্ব হবেন এই ৩ রাশির জাতকরা

পোস্ট অফিসের FD-তে সুদের হার:

১ বছরের FD-তে ৬.৬ শতাংশ
২ বছরের FD-তে ৬.৮ শতাংশ
৩ বছরের FD-তে ৬.৯ শতাংশ
৫ বছরের FD-তে ৭ শতাংশ

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top