Deprecated: version_compare(): Passing null to parameter #2 ($version2) of type string is deprecated in /home/u517603494/domains/shinetv.in/public_html/wp-content/plugins/elementor/core/experiments/manager.php on line 170
উত্তপ্ত মণিপুর, জঙ্গি হামলা, গুলিতে ঝাঁঝরা কমান্ডো,

ফের উত্তপ্ত মণিপুর, জঙ্গি হামলা, গুলিতে ঝাঁঝরা কমান্ডো

ফের উত্তপ্ত মণিপুর, জঙ্গি হামলা, গুলিতে ঝাঁঝরা কমান্ডো

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

ফের উত্তপ্ত মণিপুর, জঙ্গি হামলা, গুলিতে ঝাঁঝরা কমান্ডো,বৃহস্পতিবার নতুন করে উত্তপ্ত হল মণিপুর। সেখানে এবার টহলরত পুলিশ এবং নিরাপত্তারক্ষীদের ওপর হামলা চালাল বিচ্ছিন্নতাবাদীরা। এদিন মনিপুরের বিষ্ণুপুর এলাকায় নিরাপত্তারক্ষীদের ওপরে হামলা চালায় উগ্রপন্থীরা। জানা গিয়েছে , এখন পর্যন্ত উগ্রপন্থীদের হামলায় এবং গুলিতে মৃত্যু হয়েছে এক কমান্ডোর। এই হামলায় আহত হেছেন অন্তত ৩ জন।

 

 

 

 

এদিন চুড়াচাঁদপুর জেলার সীমান্তে , বিষ্ণুপুরের Tronglaobi গ্রামে ওই হামলা হয়। জানা গিয়েছে, সেখানে এদিন সকাল ৮টা নাগাদ হামলা চালানো হয়।মণিপুর অগ্নিগর্ভ হওয়ার পরে চুড়াচাঁদপুরের মতই সবচেয়ে বেশি উত্তেজনা ছড়ায় বিষ্ণুপুরে। মায়ানমার সীমান্ত লাগোয়া ওই এলাকায় তাই বাড়তি নজর দিয়েছে সেনা এবং নিরাপত্তারক্ষীরা।

 

 

 

 

 

বৃহস্পতিবারই প্রথম হামলা হয়নি সেনার ওপরে। বুধবারেও হামলা হয় Assam Rifles-এর ওপরে। ইম্ফল পূর্ব জেলার Dolaithabi এলাকায় ওই হামলায় আহত হন অসম রাইফেলস-এর এক জওয়ান। সেখানে অজ্ঞাত পরিচয় ব্যক্তিরা সেনা জওয়ানদের লক্ষ্য করে গুলি চালায়।গত ৫ তারিখেও দুষ্কৃতীদের গুলিতে মারা গিয়েছিলেন এক সিআরপিএফ জওয়ান । C. Haokip নামের ওই সিআরপিএফ কমান্ডোকে মারা হয় বিষ্ণুপুর এলাকাতেই। ছুটিতে সেখানের সিডেন গ্রামে নিজের বাড়িতে এসেছিলেন তিনি। সেখানেই গুলিতে মৃত্যু হয় তাঁর।

 

 

 

অন্যদিকে এদিনই চুড়াচাঁদপুর এবং বিষ্ণুপুরের সীমান্ত লাগোয়া কামভাই এলাকায় হিংসার ঘটনা ঘটে। সেখানের মোলনগাট গ্রামে গুলি চলেছে বলেও জানা গিয়েছে। তারপরেই উত্তেজনা ছড়িয়ে পড়ে ওই এলাকায়।

 

 

এদিন সেখানে কুকি এবং মেইটি সম্প্রদায়ের লোকজনের মধ্যে সংঘর্ষে গুলিও চলে। কয়েকটি বাড়িতে আগুন লাগিয়ে দেওয়ার ঘটনাও ঘটে। এই খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই ওই এলাকায় গিয়ে পুলিশ এবং নিরাপত্তাবাহিনীর লোকজন পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। নতুন করে যাতে ওই এলাকায় উত্তেজনা না ছড়ায় সেইজন্য সেনাবাহিনীর জওয়ানদেরকেও মোতায়েন করা হয়েছে।

 

 

 

আরও পড়ুন –  ‘পদত্যাগ হয়তো ভুল ছিল’, সুপ্রিম রায়ের পর মুখ খুললেন উদ্ধব ঠাকরে

 

 

 

পুলিশ জানিয়েছে, এদিন সকালে ওই এলাকায় টহল দিচ্ছিল পুলিশ কর্মীরা । সেই সময়েই তাঁদের ওপর হামলা চালানো হয়। আহতদের সঙ্গে সঙ্গে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। এই ঘটনার সঙ্গে মায়ানমারের উগ্রপন্থী সংগঠন যুক্ত থাকতে পারে সন্দেহ পুলিশের।

 

 

 

গত ৩ তারিখ থেকেই উত্তপ্ত মণিপুর। সেদিন থেকেই অগ্নিগর্ভ পরিস্থিতি মণিপুরে। সেখানে হিংসায় অন্তত ৬০ জন মারা গিয়েছেন। সেখানে দ্রুত শান্তি ফিরিয়ে আনার চেষ্টা করা হচ্ছে।আর এরই মধ্যে সেখানে নিরাপত্তারক্ষীদের ওপর হামলার ঘটনা ঘটল।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top