ব্যবসায়ী সমিতির কনভেনশন ও জিএসটি নিয়ে সেমিনার। ব্যবসায়ীদের জিএসটি নিয়ে সম্মক ধারণা দিতে দিনহাটা মহকুমা ব্যবসায়ী সমিতির বিজনেস কনভেনশন ও জিএসটি নিয়ে সেমিনার অনুষ্ঠিত হলো। শনিবার এই কনভেনশনে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনার পাশাপাশি আর্থিকভাবে পিছিয়ে পড়া সীমান্ত এই মহকুমাকে আরো এগিয়ে নিয়ে যেতে বামনহাট থেকে কলকাতা পর্যন্ত একটি দ্রুতগামী ট্রেন চালু করা ছাড়াও বামনহাট শিলিগুড়ি ইন্টারসিটি এক্সপ্রেস চালুর দাবি উঠলো।
শনিবার দিনহাটা শহরের সাহেবগঞ্জ রোড তেরাপন্থ ভবনে এই কনভেনশন হয়। ব্যবসায়িক সংগঠনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ, ফোসিনের সম্পাদক বিশ্বজিৎ দাস, দিনহাটা পুরসভার চেয়ারম্যান গৌরীশংকর মাহেশ্বরী, পুরসভার কাউন্সিলর পার্থনাত সরকার,সমাজকর্মী বিশু ধর,ব্যবসায়ী সমিতির সম্পাদক রানা গোস্বামী ছাড়াও জেলার বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের নেতৃত্বরা।
কনভেনশনে বক্তব্য রাখতে গিয়ে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ উল্লেখ করেন বিভিন্ন সময় জিএসটি অপরিকল্পিত। তাড়াহুড়ো করে কখনও কমানো বাড়ানো নিয়ে ক্রেতারা যেমন ক্ষতিগ্রস্ত হচ্ছেন তেমনি ব্যবসায়ীরাও হচ্ছেন।
কনভেনশনে জিএসটি নিয়ে আলোচনা হয়। কনভেনশনে দিনহাটা মহকুমার বিভিন্ন হাটবাজার গুলি উন্নয়নে ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রীর কাছে দাবী জানানো হয়।
আরও পড়ুন – ফাঁক বুঝে ভরা এজলাস থেকে ফাঁক গলে পালাল আসামী
হাট বাজারগুলির শান্তিপূর্ণ পরিবেশ ফিরিয়ে আনতে রাজনৈতিক দলের সভা এবং মিছিল গুলি বাজারের সময় না করা, ব্যবসা কেন্দ্র এবং ব্যবসায়ীদের উপরে দুষ্কৃতিদের হামলা বন্ধ করা, ব্যবসা এবং ক্ষুদ্র শিল্পের জন্য ব্যাংকগুলিকে সহজ শর্তে ঋণের ব্যবস্থা, গীতালদহ থেকে বাংলাদেশ হয়ে কোচবিহার কলকাতা বন্ধ রেলপথ পুনরায় চালু, গিতালদহের ইমিগ্রেশন চেকপোস্ট দ্রুত চালু করা, সাহেবগঞ্জের প্রস্তাবিত বর্ডার হাট চালু ছাড়াও হাসিমারা বিমানবন্দর এবং কুচবিহার বিমানবন্দর চালু করে হেলিকপ্টার সার্ভিস চালু করা, দিনহাটা একটি স্টেডিয়াম নির্মাণ এবং ইনডোর স্টেডিয়াম নির্মাণ সহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।
মহকুমা ব্যবসায়ী সমিতির সম্পাদক রানা গোস্বামী জানান, কনভেনশনে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা ছাড়াও উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী হতে দাবি পত্র তুলে দেওয়া হয়। মহকুমার বিভিন্ন এলাকা থেকে তিন শতাধিক ব্যবসায়ী প্রতিনিধি অংশ নেয়।