টিকা নিয়ে সারা রাজ্য জুড়ে বিশৃঙ্খলার ছবি ধরা পড়ছে প্রতিনিয়ত। কেন্দ্রের কাছ থেকে নির্দিষ্ট পরিমাণ ভ্যাকসিন পাওয়া যাচ্ছে না বলে বরাবরই অভিযোগ করছে রাজ্য সরকার। কয়েকদিন ধরেই রাজ্য জুড়ে ভ্যাকসিনের ঘাটতি দেখা দিচ্ছিল। তবে কিছু দিন আগেই রাজ্যে বেশকিছু ভ্যাকসিন আসে। এরপর থেকেই আবারও ভ্যাকসিন দেওয়ার কাজ শুরু হয়।
কলকাতা পুরসভার উদ্যোগে এবারে বয়স্কদের জন্য বাড়ি গিয়ে টিকা দেওয়র ব্যবস্থা করা হচ্ছে। ৮০ বছরের উপরে বয়েস্ক নাগরিকদের এখন থেকে বাড়িতে গিয়েই টিকা দেওয়া হবে। এছাড়াও ৬০ ঊর্ধ্ব যারা শয্যাশায়ী অবস্থায় রয়েছে তাঁদের ক্ষেত্রেও এই ব্যবস্থা নেওয়া হবে। শনিবার একথা ঘোষণা করেন কলকাতার পুর প্রশাসক ফিরহাদ হাকিম। তবে এক্ষেত্রে বেশকিছু নিয়ম পালন করতে হবে বয়েস্ক এবং শয্যাশায়ীর পরিবারকে।
যাদের পরিবারে এই ধরনের মানুষ থাকবেন তাঁদের প্রত্যেককে আগে ভ্যাকসিন নিয়ে নিতে হবে। এরপর সেই শয্যাশায়ী বা বয়েস্ক ব্যক্তির ফটোকপি এবং আধার কার্ড টিকা কেন্দ্রে জমা দিতে হবে। ৬০ বছরের ঊর্ধ্বে যারা শয্যাশায়ী কিংবা অসুস্থ তাঁদের অসুস্থতার প্রমাণপত্র হিসেবে চিকিৎসকের সার্টিফিকেট লাগবে। সমিলিয়ে কলকাতা পুরসভার এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন অনেকেই।