Deprecated: version_compare(): Passing null to parameter #2 ($version2) of type string is deprecated in /home/u517603494/domains/shinetv.in/public_html/wp-content/plugins/elementor/core/experiments/manager.php on line 170
বাজেট নিয়ে যে সাত তথ্য একেবারে চমকে দেবে আপনাকে

বাজেট নিয়ে যে সাত তথ্য একেবারে চমকে দেবে আপনাকে

বাজেট নিয়ে যে সাত তথ্য একেবারে চমকে দেবে আপনাকে

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

বাজেট নিয়ে যে সাত তথ্য একেবারে চমকে দেবে আপনাকে । ১। এখনও পর্যন্ত দেশের তিন প্রধানমন্ত্রীকে বাজেট পেশ করতে দেখা গিয়েছে। উল্লেখযোগ্য ভাবে তাঁরা তিনজনই নেহেরু-গান্ধী পরিবারের সদস্য। ১৯৫৮ সালে TT Krishnamachari অর্থমন্ত্রী পদে ইস্তফা দেওয়ার পর বাজেট পেশ করেন নেহেরু। ব্যাঙ্ক রাষ্ট্রায়ত্বকরণের প্রতিবাদে Morarji Desai পদত্যাগ করেন। এরপর ১৯৭০ সালে বাজেট পেশ করেন ইন্দিরা গান্ধী। এবং ১৯৮৭ সালে অর্থমন্ত্রীর পদ থেকে সরিয়ে VP Singh-কে প্রতিরক্ষামন্ত্রীর পদ বাজেট পড়েছিলেন রাজীব গান্ধী।

 

২। ১৯৭৭ সালে তৎকালীন অর্থমন্ত্রী এইচএম প্যাটেলের বাজেট বক্তৃতায় ছিল মাত্র ৮০০ টি শব্দ! এটাই সবথেকে সংক্ষিপ্ত বাজেট। আসলে সে বছর বাজেট তৈরি করে দিয়ে গিয়েছিল আগের সরকারই। অর্থমন্ত্রীকে শুধুমাত্র ভোট অন অ্যাকাউন্ট নিতে হত।

 

৩। একটানা ১০ বার সাধারণ বাজেট পেশ করেছিলেন প্রাক্তন অর্থমন্ত্রী মোরারজি দেশাই! জহরলাল নেহেরু এনং ইন্দিরা গান্ধী প্রধানমন্ত্রী থাকাকালীন দীর্ঘ ১০ বছর ধরে দেশের বাজেট পেশ করেছেন তিনি। এই রেকর্ড এখনও পর্যন্ত কেউ ভাঙতে পারেননি। তবে পি চিদম্বরম একটানা ৯ বার বাজেট পেশ করেছিলেন। আর থার্ড পজিশনে রাখা যায় আরেক অর্থমন্ত্রী তথা প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়। তিনি একটানা ৮বার বাজেট পেশ করেন।

 

 

৪।  ২০১৭ সালে প্রথমবার সাধারণ বাজেটের সঙ্গে মিশে গেল রেল বাজেট। আলাদা করে পেশ হল না আর রেল বাজেট।

৫।  ১৯৯৯ সালে প্রথম পরিবর্তন করা হয় বাজেট পেশ করার সময়। বিকেল পাঁচটার বদলে সকাল ১১ টায় বাজেট পেশ করার রীতি চালু করা হয়। আর এভাবেই বাজপেয়ী সরকার উপনিবেশিক রীতি ভেঙে ফেলেছিলেন। আদৌতে ব্রিটেনের সময়ের সঙ্গে মিল রেখেই পাঁচটায় বাজেট পড়ার রীতি ছিল।

আরও পড়ুন – মধ্যপ্রদেশে পুরসভা নির্বাচনে বিজেপির বড় জয়

৬।  দেশের ইতিহাসে দীর্ঘতম বাজেট পেশ করেছিলেন ডক্টর মনমোহন সিং। ১৯৫১ সালে তাঁর পেশ করা বাজেট ভাষনে শব্দ সংখ্যা ছিল ১৮ হাজার ৭০০। দেশের ইতিহাসে এই বাজেটেই সবথেকে বেশি বিশ্লেষণ করা হয়েছিল বলে মনে করেন অর্থনীতিবিদরা। আর সেই বাজেটেই দেশের অর্থনীতিতে নাকি বদল এসেছিল। এমনটাই বলা হয়।

৭।  সবথেকে বেশি সময় ধরে বাজেট ভাষণ দেওয়ার রেকর্ড রয়েছে অর্থমন্ত্রী নির্মলা সীতারমণের ঝুলিতে। ২০২০ সালে ১৬২ মিনিট ধরে বাজেট পেশ করেছিলেন তিনি। ২০১৯ সালে নিজের করা ১৩৭ মিনিটের রেকর্ড নিজেই ভেঙে ফেলেন নির্মলা। এর আগে ১৩৫ মিনিট ধরে বাজেট পেশ করার রেকর্ড গড়েছিলেন জশবন্ত সিং।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top