বজ্রপাতে প্রাণ গেল তিন জনের, গুরুতর জখম ছ’জন, তীব্র দহনের জ্বালায় লাগাম দিয়ে বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টি হয়েছে। সেই বজ্রপাতেই মুর্শিদাবাদে প্রাণ গেল তিন জনের। বজ্রাঘাতে পশ্চিম মেদিনীপুরেও মৃত্যু হয়েছে এক জনের। তীব্র দহনের জ্বালায় লাগাম দিয়ে বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টি হয়েছে। সেই বজ্রপাতেই মুর্শিদাবাদে প্রাণ গেল তিন জনের।
বিকেলে বিক্ষিপ্ত ভাবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হয় পশ্চিম মেদিনীপুরের বিভিন্ন এলাকায়। শালবনি থানার বাগমারিতে বজ্রপাতে জখম হন স্বপন ভুঁইয়া (৪৪) নামে এক ব্যক্তি। বিকেল ৪টে নাগাদ তাঁকে মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসা হলে মৃত ঘোষণা করেন চিকিৎসক।
আরও পড়ুন – নির্বাচনের আগে জাপান-মার্কিন যুক্তরাষ্ট্র-ব্রিটেন সফরে হাসিনা
বৃহস্পতিবার মুর্শিদাবাদের ভরতপুর-২ ব্লকের কাগ্রাম এলাকার বাসিন্দা হাবিব শেখ (২৪) এবং নেকবস শেখ (২৬)-এর মৃত্যু হয় বজ্রপাতে। স্থানীয় সূত্রে খবর, দুপুরে মাঠে কাজ করতে গিয়েছিলেন তাঁরা। সেই সময়েই প্রবল ঝড়বৃষ্টি শুরু হয়। বজ্রপাতে জখম হওয়ার পর তাঁদের সালার ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে আসা হলে মৃত ঘোষণা করেন চিকিৎসক। কাগ্রামে বজ্রপাতে জখম হন হেলু শেখ, আমিনুর শেখ এবং হেরু শেখ নামে তিন ব্যক্তিও। তাঁদেরও প্রথমে সালারের হাসপাতালে, পরে সেখান থেকে কান্দি মহকুমা হাসপাতালে স্থানান্তরিত করা হয়। শমসেরগঞ্জের লক্ষ্মীনগরে নৌকোয় মাছ ধরে গিয়ে বজ্রপাতে মৃত্যু হয় সালাউদ্দিন শেখ (২১) নামে এক যুবকের। গুরুতর জখম হন আরও তিন জন। তাঁদের অনুকনগর ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করানো হয়েছে।