Deprecated: version_compare(): Passing null to parameter #2 ($version2) of type string is deprecated in /home/u517603494/domains/shinetv.in/public_html/wp-content/plugins/elementor/core/experiments/manager.php on line 170
শুক্রে বাতিল শিয়ালদহ-পুরী দুরন্ত এক্সপ্রেস সহ ২৬টি দূরপাল্লার ট্রেন,

শুক্রে বাতিল শিয়ালদহ-পুরী দুরন্ত এক্সপ্রেস সহ ২৬টি দূরপাল্লার ট্রেন, দেখে নিন তালিকা

শুক্রে বাতিল শিয়ালদহ-পুরী দুরন্ত এক্সপ্রেস সহ ২৬টি দূরপাল্লার ট্রেন, দেখে নিন তালিকা

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

শুক্রে বাতিল শিয়ালদহ-পুরী দুরন্ত এক্সপ্রেস সহ ২৬টি দূরপাল্লার ট্রেন, দেখে নিন তালিকা , শুক্রবার রাতে বালেশ্বরের কাছে বাহানাগায় করমণ্ডল এক্সপ্রেস (Coromandel Express) দুর্ঘটনার পর যুদ্ধকালীন তৎপরতায় পরিষেবা স্বাভাবিক করার চেষ্টা চালাচ্ছে রেল। চারদিন বন্ধ থাকার পর বুধবার আবার শালিমার থেকে গড়িয়েছে করমণ্ডলের চাকা। তবে এখনও বেশ কিছু দূরপাল্লার ট্রেনের পরিষেবা ব্যাহত রয়েছে রেলের দক্ষিণ-পূর্ব শাখায় (South Eastern Railway)। আগামিকালও (বৃহস্পতিবার) বাতিল থাকছে কিছু দূরপাল্লার ট্রেন। এর মধ্যে রয়েছে শিয়ালদহ-পুরী দুরন্ত এক্সপ্রেসও। সূচি অনুযায়ী রাত ৮টায় শিয়ালদহ থেকে পুরীর উদ্দেশে রওনা দেওয়ার কথা ২২২০১ শিয়ালদহ-পুরী দুরন্ত এক্সপ্রেসের। এই ট্রেনটিতে প্রতিদিন প্রচুর যাত্রী পুরীতে যান। কেউ জগন্নাথদেবের দর্শনের জন্য, কেউ আবার পুরীর সমুদ্র সৈকতে ছুটি কাটানোর জন্য। পর্যটকদের কাছে এই ট্রেনটি অত্যন্ত জনপ্রিয়। কিন্তু গত শুক্রবারের দুর্ঘটনার কারণে ট্রেনটি আগামিকালও বাতিল রাখার সিদ্ধান্ত নিয়েছে রেল। যাত্রীদের অসুবিধার জন্য রেলের তরফে দুঃখপ্রকাশও করা হয়েছে।

 

 

 

 

 

 

 

খড়্গপুর ডিভিশনের অন্তর্গত খড়্গপুর-ভদ্রক শাখার বাহানাগা বাজার স্টেশনে রেলের কাজের জন্য ৯ তারিখ ওই লাইন দিয়ে চলাচল করা মোট ২৬টি দূরপাল্লার ট্রেন বাতিল করা হয়েছে। ট্রেনগুলি হল –

 

১২৮৯১ বাংরিপসি-পুরী সুপারফাস্ট এক্সপ্রেস
০৮৪১১ বালেশ্বর-ভুবনেশ্বর স্পেশাল
০৮০৩১ বালেশ্বর-ভদ্রক মেমু স্পেশাল
২২২০১ শিয়ালদহ – পুরী দুরন্ত এক্সপ্রেস
২২৮৭৩ দিঘা – বিশাখাপত্তনম সাপ্তাহিক সুপারফাস্ট
১২০৭৩ হাওড়া-ভুবনেশ্বর জনশতাব্দী এক্সপ্রেস
১২২৭৭ হাওড়া-পুরী জনশতাব্দী
২২৮১৭ হাওড়া – মাইসোর সুপারফাস্ট
১৮০৪৩ হাওড়া-ভদ্রক এক্সপ্রেস
০৮৪১৫ জলেশ্বর-পুরী মেমু স্পেশাল
১৮০২১ খড়্গপুর-খুড়দা রোড এক্সপ্রেস
১৮০৩৭ খড়্গপুর – জজপুর কেওনঝড় রোড এক্সপ্রেস
১৮০৪৫ শালিমার- হায়দরাবাদ ইস্ট কোস্ট এক্সপ্রেস
১৮৪০৯ শালিমার – পুরী জগন্নাথ এক্সপ্রেস
২২৮০৭ সাঁতরাগাছি – চেন্নাই সেন্ট্রাল সুপারফাস্ট এক্সপ্রেস
১৮০৪৪ ভদ্রক-হাওড়া এক্সপ্রেস
১৮০৩৮ জজপুর কেওনঝড় রোড – খড়্গপুর এক্সপ্রেস
১২০৭৪ ভুবনেশ্বর – হাওড়া জনশতাব্দী এক্সপ্রেস
১২২৭৮ পুরী-হাওড়া শতাব্দী এক্সপ্রেস
০৮০৩২ ভদ্রক-বালেশ্বর মেমু স্পেশাল
০৮৪১৬ পুরী-জলেশ্বর মেমু স্পেশাল
০৩২২৯ পুরী-পটনা স্পেশাল
১২৮৯২ পুরী-বাংরিপসি সুপারফাস্ট
১৮০২২ খুড়দা রোড – খড়্গপুর এক্সপ্রেস
০৮৪১২ ভুবনেশ্বর-বালেশ্বর স্পেশাল
২২৬০৫ পুরুলিয়া-ভিল্লুপুরম বাই-উইকলি সুপারফাস্ট

 

 

 

আরও পড়ুন – করমণ্ডল দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের আর্থিক সাহায্য কোন তহবিল থেকে? জানিয়ে দিলেন মমতা

 

 

 

শুধু শিয়ালদহ-পুরী দুরন্ত এক্সপ্রেসই নয়, আগামিকাল আরও বেশ কিছু ট্রেন বাতিল রাখার সিদ্ধান্ত নিয়েছে দক্ষিণ-পূর্ব রেল।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top