হাইস্কুলের বিরুদ্ধে নানা অভিযোগ তুলে সাংবাদিক বৈঠকে এসএফআই। দিনহাটার শহরের একটি হাইস্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধে ভর্তি প্রক্রিয়া থেকে শুরু করে নানা অভিযোগ তুলে আন্দোলনে নামার পাশাপাশি প্রশাসনের আধিকারিকদের দাবি পাঠালো এসএফআই। ওই ছাত্র সংগঠনের পক্ষ থেকে শনিবার সাংবাদিক বৈঠক করে গোপালনগর হাই স্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধে নানা অভিযোগ তুলে ধরেন। এসএফআইয়ের অভিযোগ প্রসঙ্গে স্কুলের পরিচালন সমিতির সভাপতি পরেশ রায় এ বিষয়ে কিছু বলতে চাননি।
এসএফ আই জেলা কমিটির সহ-সভাপতি টুটুল সরকার, আঞ্চলিক নেতা সৌভিক দে সাংবাদিকদের জানান, দিনহাটার গোপালনগর হাই স্কুল কর্তৃপক্ষ লটারির মাধ্যমে পঞ্চম শ্রেণীতে ভর্তি নিয়েছে। যা সরকারি নিয়ম বহির্ভূত। শুধু তাই নয়, সরকারি নিয়ম রয়েছে একই স্কুল গ্রাউন্ডের মধ্যে যদি প্রাথমিক স্কুল থাকে তবে ভর্তির ক্ষেত্রে সেই স্কুলের পড়ুয়াদের অগ্রাধিকার দিতে হবে। সেটাও মানা হচ্ছে না।
অভিভাবকরা স্কুলে তাদের ছেলেমেয়েদের ভর্তির জন্য গত এক মাস ধরে ঘুরে ঘুরে ভর্তি করতে না পেরে স্কুলে বিক্ষোভ দেখালে সাংবাদিকরা সেখানে গেলে তাদেরকেও শিক্ষকদের একাংশের রোষের মুখে পড়তে হয়। সংবাদমাধ্যমের কর্মীরা প্রধান শিক্ষককে প্রশ্ন করতে গেলে তখন এক শিক্ষক তাদেরকে অপমান করে। সাংবাদিকদের অপমান করার অধিকার কারও নেই। আর সেই স্কুল কর্তৃপক্ষ স্কুল ড্রেস পড়িয়ে পড়ুয়াদের দিয়ে সাংবাদিকদের বিরুদ্ধে মিছিল করানো হয়।
আরও পড়ুন – ফাঁক বুঝে ভরা এজলাস থেকে ফাঁক গলে পালাল আসামী
সংবাদমাধ্যম গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ তাদের অপমান করার অধিকার কারও নেই। পাশাপাশি স্কুলে বেঞ্চের জন্য অভিভাবকদের কাছ থেকে ১০০ টাকা করে নেওয়া হয়েছে। যেটা সম্পূর্ণ অনৈতিক এবং সরকারিভাবে ও অবৈধ। এর বিরুদ্ধে আন্দোলনের পাশাপাশি প্রশাসন প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ না করলে আগামীতে আন্দোলন দুর্বার করে তোলা হবে।
উল্লেখ্য, হাইস্কুলের বিরুদ্ধে নানা অভিযোগ তুলে সাংবাদিক বৈঠকে এসএফআই। দিনহাটার শহরের একটি হাইস্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধে ভর্তি প্রক্রিয়া থেকে শুরু করে নানা অভিযোগ তুলে আন্দোলনে নামার পাশাপাশি প্রশাসনের আধিকারিকদের দাবি পাঠালো এসএফআই। ওই ছাত্র সংগঠনের পক্ষ থেকে শনিবার সাংবাদিক বৈঠক করে গোপালনগর হাই স্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধে নানা অভিযোগ তুলে ধরেন। এসএফআইয়ের অভিযোগ প্রসঙ্গে স্কুলের পরিচালন সমিতির সভাপতি পরেশ রায় এ বিষয়ে কিছু বলতে চাননি।