Deprecated: version_compare(): Passing null to parameter #2 ($version2) of type string is deprecated in /home/u517603494/domains/shinetv.in/public_html/wp-content/plugins/elementor/core/experiments/manager.php on line 170
শাহরুখের মন্নতের বাইরে পুলিশ, বাড়ির সামনে বিক্ষোভ

শাহরুখের মন্নতের বাইরে পুলিশ, বাড়ির সামনে বিক্ষোভ

শাহরুখের মন্নতের বাইরে পুলিশ, বাড়ির সামনে বিক্ষোভ

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

শাহরুখের মন্নতের বাইরে পুলিশ, বাড়ির সামনে বিক্ষোভ, ফের কোন বিপদে পড়লেন বাদশা? মুম্বইয়ের ব্যান্ডস্ট্যান্ড এলাকায় অবস্থিত শাহরুখ খানের (Shah Rukh Khan)  বাড়ি নাম ‘মন্নত’  (Mannat)। মুম্বইয়ের দর্শনীয় স্থানের মধ্যে একটি শাহরুখের (Shah Rukh Khan) সাধের এই মন্নত (Mannat)। এই বাড়ির সামেন ভিড় খুব স্বাভাবিক ঘটনা কিন্তু হঠাৎই যেন অঘটন ঘটে গেল। মন্নতের (Mannat) সমানে হঠাৎ বিরাট সংখ্যায় মোতায়ন করা হল পুলিশ (Police) । অনুরাগীদের ভালবাসা নয়, বরং মন্নতের (mannat) সামনে বিক্ষোভ দেখাতে জড়ো হয় এক সংগঠনের সদস্যরা। শাহরুখের (Shah Rukh Khan) বাড়ির সামনে বিক্ষোভ, পুলিশ (Police) দিয়ে সামাল দেওয়া হল পরিস্থিতি।

 

 

 

 

 

 

আর মোটে দেড় সপ্তাহ বাকি শাহরুখের (Shah Rukh Khan)  ‘জওয়ান’ (Jawaan) ছবির মুক্তির। টুইটারেই জনসংযোগ রাখছেন নিজের অনুরাগীদের সঙ্গে। ‘পাঠান’ (Pathan) -এর পর অভিনেতার এই ছবিকে ঘিরে প্রত্যাশার পারদ চড়ছে অনুরাগীদের মধ্যে।

 

 

 

আরও পড়ুন – অবশেষে সুশান্তের ফ্ল্যাটটি কিনলেন ‘দ্য কেরালা স্টোরি’র অদা শর্মা!

 

 

আরও পড়ুন –  মুক্তির আগেই বিদেশি ছবিকে টেক্কা, জার্মানিতেও নজির গড়ল শাহরুখের ছবি ‘জওয়ান’

 

অনটাচ ইউথ ফাউন্ডেশনের সদস্যরা প্ল্যাকার্ড হাতে জড়ো হন মন্নতের (Mannat) বাইরে। তাঁরা প্রতিবাদ জানাচ্ছেন অনলাইন গেমিং অ্যাপের বিরুদ্ধে। তাঁর একটি বিবৃতি দিয়ে বলেন, ‘‘খ্যাতনামী সব অভিনেতা-অভিনেত্রীরা অনলাইন গেমিং অ্যাপের হয়ে প্রচার করছেন যা যুব সমাজকে বিভ্রান্ত করছে ও সমাজকে ভুল পথে চালিত করছে।’’ সেই কারণেই এই সংস্থা অভিনেতার বাড়ির বাইরে বিক্ষোভ প্রদর্শন করছে। বলে রাখা ভাল, এই মুহূর্তে শাহরুখ (Shah Rukh Khan) এ২৩ গেমিং অ্যাপের মুখ। বিভিন্ন জায়গায় এই গেমের হয়ে প্রচার করতেও দেখা গিয়েছে অভিনেতাকে (Shah Rukh Khan)। সেই কারণেই এই বিক্ষোভ প্রদর্শন। যদিও ঘটনাস্থলে পুলিশ এসে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করেন।

 

( সব খবর , ঠিক খবর , প্রত্যেক মুহূর্তে ফলো করুন Facebook পেজ এবং YouTube )

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top