মুক্তি পেল বলিউড বাদশা কন্যা সুহানা খানের ছবি ‘দ্য আর্চিজ’ (The Archies)-এর ট্রেলার। মেয়ের প্রথম ছবির ট্রেলার নিজের সোশ্যাল মিডিয়াতে শেয়ার করে নিলেন খোদ শাহরুক খান। আগামী ৭ ডিসেম্বর মুক্তি পাবে এই ছবিটি। নেটফ্লিক্সের- প্ল্যাটফর্মে মুক্তি পাবে এই ছবিটি।
সোশ্যাল মিডিয়ায় আজ মেয়ের প্রথম ওয়েব সিরিজের ট্রেলার শেয়ার করে শাহরুখ লিখেছেন, ‘একেবারে সময়োপযোগী একটা বিষয় এবং চরিত্রগুলো কখনও পুরনো হবার নয়। পৃথিবীটাকে যেন বড্ড ভঙ্গুর করে দেয়। এই ছবিটাকে জোয়া কী সরল অথচ বার্তাবহ করে তৈরি করেছে। আমাদের, আমাদের গোটা পৃথিবীর মানুষকে হয়তো পরিবেশ নিয়ে আরও একটু ভাবতে হবে। গোটা টিমকে আমার তরফ থেকে ধন্যবাদ এমন সুন্দর, সরল আর বার্তাবহ একটা ছবি তৈরি করার জন্য।’
আরও পড়ুনঃ বিশ্বকাপে অপ্রতিরোধ্য হয়েই কাপ নেবে ভারত, সৌরভ
কেবল সুহানা নয়, এই মিউজি়ক্যাল ফিল্মের হাত ধরে অভিনয় জগতে অভিষেক হচ্ছে আরও দুই তারকা সন্তানের (Star Kid)। একজন শ্রীদেবী (Sridevi) ও বনি কপূরের (Bonny Kapoor)-এর কন্যা খুুশি কপূর (Khushi Kapoor) অপরজন, অমিতাভ বচ্চনের (Amitabh Bacchan)-এর নাতি অগস্ত্য নন্দ (Agastya Nanda)।
সাদা পোশাকে ‘দ্য আর্চিস’ ছবির কাস্ট এদিন রেস্তোরাঁর এই ইভেন্টে অংশ নেন। ক্রেতাদের খাবার পরিবেশন করতে দেখা যায় তাঁদের। এই ইভেন্টের এক ঝলক নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে শেয়ার করেন সুহানা খান। সেই সঙ্গে অনুরাগীদের স্বাধীনতা দিবসের শুভেচ্ছাও জানান তারকা কন্যা। খুশি কপূরকে দেখা গেল ‘মিল্ক কেক’ পরিবেশন করতে।
‘দ্য আর্চিস’-এর প্রচারপর্বও চলেছে বেশ অন্যভাবে। স্বাধীনতা দিবসে ছবির গোটা টিম মেতে ওঠেন প্রচারে। তবে একেবারে অন্যভাবে। সকলে একত্রিত হয়ে নিয়েছিলেন এক বিশেষ উদ্যোগ। মুম্বইয়ের এক স্থানীয় রেস্তোরাঁয় (local restaurant) সেদিন খাবার পরিবেশন করতে দেখা যায় সুহানা খান, খুশি কপূর, যুবরাজ মেন্ডা, অদিতি সেইগল, অগস্ত্য নন্দ ও বেদাঙ্গ রাইনাকে। স্বাধীনতা দিবসে এক বিশেষ ভোজের আয়োজন করা হয়, এবং সেই থেকে হওয়া সমস্ত আয় অনগ্রসর মানুষদের সাহায্যার্থে ব্যয় করার মহত্ উদ্দেশ্য নেয় ওই রেস্তোরাঁ।
মুম্বইয়ের এক স্থানীয় রেস্তোরাঁয় (local restaurant) সেদিন খাবার পরিবেশন করতে দেখা যায় সুহানা খান, খুশি কপূর, যুবরাজ মেন্ডা, অদিতি সেইগল, অগস্ত্য নন্দ ও বেদাঙ্গ রাইনাকে। স্বাধীনতা দিবসে এক বিশেষ ভোজের আয়োজন করা হয়, এবং সেই থেকে হওয়া সমস্ত আয় অনগ্রসর মানুষদের সাহায্যার্থে ব্যয় করার মহত্ উদ্দেশ্য নেয় ওই রেস্তোরাঁ।