এবার প্রকাশ্যে আসল ছবি! ৬০ ছুঁতে চলা ‘পাঠান’কে এখন দেখতে কেমন? বয়কট ট্রেন্ড যে আদৌ কোনও অংশেই খাটে না শাহরুখ খানের ক্ষেত্রে, তাও প্রমাণ করে দিয়ে গেল পাঠান ছবি।ঝড়ের গতিতে এগিয়ে চলেছে পাঠান। হিন্দি ছবির বক্স অফিসের একের পর এক রেকর্ড ভেঙে ১০০০ কোটির পছে শাহরুখ খান অভিনীত এই ছবি। ১৪ দিনে ছবি মোট ৮৫০ কোটি ঘরে তুলে ফেলেছে। ফলে বোঝাই যায় যে এই ছবি আগামীতে আরও বেশ কিছু আয় করবে। ফলে শাহরুখ খানের হাত ধরেই ছন্দে ফিরল বলিউডের বক্স অফিস। ঝড়ের গতিতে ভাইরাল হওয়া এই ছবির প্রতিটা খবরের মাঝে যেমন ছিল বিতর্ক, তেমনই আছে সেলিব্রেশন। ভক্তদের এই বিপুল ভালবাসা থেকে আর চুপ থাকতে পারলেন না শাহরুখ খান। দীর্ঘ এক সাক্ষাৎকারে তিনি বারে বারে জানিয়েছেন, ভক্তরাই ভগবান। তাঁর ছবি যেভাবে ভালবাসা পেয়েছে তার জন্য তিনি কৃতজ্ঞ। আর বয়কট ট্রেন্ড যে আদৌ কোনও অংশেই খাটে না শাহরুখ খানের ক্ষেত্রে, তাও প্রমাণ করে দিয়ে গেল পাঠান ছবি।
শাহরুখ খান (Shahrukh Khan ) এবার শেয়ার করলেন নো ফিল্টার লুকে ছবি। গালে কাঁচাপাকা দাড়ি। মাথার চুল স্বাভাবিক, ঠিক যেন পুরোনো চেনা লুক। ছবি শেয়ার করে কমেন্টে লেখেন, সূর্য একা, নিজে জ্বলে, অন্ধকার থেকে আলো ফিরিয়ে আনে। সকলকে ধন্যবাদ সেই সূর্যালোকের মতো পাঠানকে তুলে ধরার জন্য। ঝড়ের গতিতে ভাইরাল হয় কিং খানের সেই পোস্ট।
আরও পড়ুন –কেন্দ্রের হাসপাতালে চিকিৎসক, নার্সের কয়েক হাজার পদ ফাঁকা
পাঠানে দীপিকা পাড়ুকোন (Deepika Padukone) থেকে শুরু করে জন আব্রাহম, প্রত্যেকেই নিজ নিজ ভূমিকায় সেরাটা দেওয়ার চেষ্টা করেছেন ছবিতে। তাঁদের মন্তব্য বহু পরিশ্রমের ফল পাঠান। ভাল মন্দ দুই মিলিয়ে ছবির রিভিউ ভরে উঠেছে সোশ্যাল মিডিয়ার পাতায়। যদিও ছবি থেকে মুখ ফেরাতে নারাজ ভক্তরা। তাই রমরমিয়ে চলছে পাঠান ছবি। শাহরুখ খান অভিনীত ছবিকে এক কথায় হিট করতে মরিয়া ভক্তরা। ফলে সোশ্যাল মিডিয়ায় ছবি মুক্তির দুই সপ্তাহ উদযাপনে হাজির হলেন কিং। শাহরুখ খান (Shahrukh Khan ) এবার শেয়ার করলেন নো ফিল্টার লুকে ছবি।
(সব খবর ঠিক খবর প্রত্যেক মুহূর্তে ফলো করুন facebook পেজ এবং youtube )