জওয়ান সাফল্যের পর মৃত্যর হুমকি, বলিউড বাদশাকে দেওয়া হল ‘ওয়াই প্লাস’ সিকিওরিটি

জওয়ান সাফ্যলের পর মৃত্যর হুমকি, বলিউড বাদশাকে দেওয়া হল ‘ওয়াই প্লাস’ সিকিওরিটি

জওয়ান সাফ্যলের পর এবার মৃত্যুর হুমকি পেলেন বলিউড বাদশা। অজানা ব্যক্তির থেকে মৃত্যু হুমকি পেয়েছেন তিনি। মুম্বাই পুলিশ সুত্রে তেমনটাই জানা গেছে। ফলে বাড়িয়ে দেওয়া হল শাহরুখের নিরাপত্তা। অভিনেতাকে দেওয়া হচ্ছে ‘ওয়াই প্লাস’ (Y+) সিকিওরিটি। এবার স্বাভাবিক প্রশ্ন, কেন মৃত্যু হুমকি পাচ্ছেন শাহরুখ? পুলিশের অনুমান, ২০২৩ সালে শাহরুখের দুটি ছবি ‘পাঠান’ এবং ‘জওয়ান’ মুক্তির পর থেকেই তাঁকে প্রাণে মেরে ফেলার হুমকি পাচ্ছেন শাহরুখ। বক্স অফিসে দুর্দান্ত ফল করেছে শাহরুখের ছবি দুটি।

আরও পড়ুনঃ সুপ্রিম কোর্টে আজই হতে পারে কামদুনি মামলার শুনানি

শাহরুখে নয়া নিরাপত্তা ব্যবস্থায় থাকবে সম্পূর্ণ অস্ত্রশস্ত্র সমেত ছ’জন নিরপত্তারক্ষী। সপ্তাহের প্রত্য়েকদিন ২৪ ঘণ্টাই তাঁরা নিযুক্ত থাকবেন শাহরুখের জন্য। তিনটে শিফটে কাজ করবেন তাঁরা। সবরকম বিপদ থেকে আড়াল করে রাখবেন কিং খানকে। এর আগে মাত্র দু’জন পুলিশ নিযুক্ত থাকত শাহরুখ খানের জন্য। ৫ অক্টোবর রাজ্যের স্বরাষ্ট্র বিভাগ একটি চিঠি পাঠায় মুম্বই পুলিশ এবং এটিএস-কে (অ্যান্টি টেরোরিজ় স্কোয়াড – ATS)। বলা হয়, “সাম্প্রতিককালে শাহরুখ খান খুনের হুমকি পাচ্ছেন। তাই আপনাদের অনুরোধ করা হল, যত তাড়াতাড়ি সম্ভব তাঁকে যেন ‘ওয়াই প্লাস’ সিকিওরিটি দেওয়ার ব্যবস্থা করা হয়…।”

 

পুলিশ সূত্র জানা গিয়েছেন, শাহরুখের জন্য ওয়াই প্লাস নিরাপত্তার ব্যবস্থা করা হয়ে গিয়েছে। ২০১৭ সালে মহারাষ্ট্রে লাঘু হওয়া এক পলিসি অনুযায়ী, কোনও ব্যক্তি যদি খুনের হুমকি পেয়ে থাকেন, তবে তাঁর নিরাপত্তার ব্যবস্থা করা হবে। তালিকায় আছেন তারকারাও। এর জন্য আগাম পারিশ্রমিকও দিতে হবে। শাহরুখকেও দিতে হবে সেই পারিশ্রমিক।

 

কিং খানের মতো এই ধরনের নিরাপত্তা পান আরও এক তারকা। তিনি সলমন খান। গ্যাংস্টার লরেন্স বিষ্ণোইয়ের থেকে মৃত্যু হুমকি আসার পর ‘ওয়াই প্লাস’ নিরাপত্তা পেতে শুরু করেছিলেন সলমন।  এছাড়াও, কড়া নিরাপত্তা ব্যবস্থার মধ্যে থাকেন আরও চার তারকা। যেমন অমিতাভ বচ্চন, অনুপম খের, অক্ষয় কুমার এবং আমির খান। ‘এক্স’ (X) নিরাপত্তা পান তাঁরা। তিনজন নিরাপত্তারক্ষী নিযুক্ত থাকেন তাঁদের জন্য। তিনটে শিফ্টে কাজ করেন তাঁরাও। কিং খানের মতো এই ধরনের নিরাপত্তা পান আরও এক তারকা। তিনি সলমন খান। গ্যাংস্টার লরেন্স বিষ্ণোইয়ের থেকে মৃত্যু হুমকি আসার পর ‘ওয়াই প্লাস’ নিরাপত্তা পেতে শুরু করেছিলেন সলমন।  এছাড়াও, কড়া নিরাপত্তা ব্যবস্থার মধ্যে থাকেন আরও চার তারকা। যেমন অমিতাভ বচ্চন, অনুপম খের, অক্ষয় কুমার এবং আমির খান। ‘এক্স’ (X) নিরাপত্তা পান তাঁরা। তিনজন নিরাপত্তারক্ষী নিযুক্ত থাকেন তাঁদের জন্য। তিনটে শিফ্টে কাজ করেন তাঁরাও।

en.wikipedia.org