শালবনিতে (Shalbani) প্রায় ৩০০ জন বিজেপি ছেড়ে যোগদান করলো তৃণমূল কংগ্রেসে

শালবনিতে (Shalbani) প্রায় ৩০০ জন বিজেপি ছেড়ে যোগদান করলো তৃণমূল কংগ্রেসে

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram
Shalbani
শালবনিতে (Shalbani)  প্রায় ৩০০ জন বিজেপি  ছেড়ে যোগদান করলো তৃণমূল কংগ্রেসে
ছবি সংগ্রহে সাইন টিভি

 

রবিবার পশ্চিম মেদিনীপুর জেলার শালবনি (Shalbani) ব্লকের ৫ নম্বর লালগেড়িয়া অঞ্চলের জয়পুরে তৃণমূল কংগ্রেস ও তৃণমূল যুব কংগ্রেসের উদ্যোগে পশ্চিম মেদিনীপুর সাংগঠনিক জেলার নবনির্বাচিত সভাপতিদের সংবর্ধনা ও বিশাল যোগদান মেলার আয়োজন করা হয়।উক্ত সভাতে নবনির্বাচিত সভাপতিদের সংবর্ধনা জানিয়ে শুরু হয় যোগদান মেলা ।

 

এই যোগদান মেলায় যোগদান করেন বিজেপি পরিচালিত পাঁচ নম্বর লাল গেড়িয়া অঞ্চলের বিজেপির প্রধান চৈতন মাহাতো, শালবনির (Shalbani) বিজেপির উত্তর মন্ডলের সভাপতি সজল মাহাতো, সুদীপ সিং শালবনির বিজেপির উত্তর মন্ডলের সম্পাদক,সমীর চালক,নারায়ণ মাহাত,ধীরেন মাহাতো,খোকন মাহাতো,রাজীব মাহাতো,জলধর মাহাতো,পিন্টু মাহাতো,সুখদেব মাহাতো,ভবেশ মাহাতো,উত্তম মাহাতো,পশুপতি মাহাতো,ধীরেন মাহাতো সহ প্রায় ৩০০ জন বিজেপি কর্মী ও সমর্থক।

 

বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদানকারি সকলের হাতে তৃণমূলের পতাকা তুলে দেন ওই অনুষ্ঠানে উপস্থিত তৃণমূল কংগ্রেসের নেতারা।এই সভায় উপস্থিত ছিলেন মেদিনীপুর সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি সুজয় হাজরা ,জেলা তৃণমূল যুব কংগ্রেস এর সভাপতি সন্দীপ সিং, রাজ্যের ক্ষুদ্র ও মাঝারি কুটির শিল্প দফতরের প্রতিমন্ত্রী শ্রীকান্ত মাহাত , মেদিনীপুর সাংগঠনিক জেলার মহিলা তৃণমূল কংগ্রেসের সভাপতি কল্পনা সিট ,শালবনি ব্লক তৃণমূল কংগ্রেস এর সভাপতি তথা পশ্চিম মেদিনীপুর জেলা পরিষদ এর বনভূমি কর্মাধ্যক্ষ নেপাল সিংহ, পঞ্চায়েত সমিতির সভাপতি মিনু কোয়ারি ,জেলা পরিষদের সদস্যা অঞ্জনা মাহাত ,শালবনি পঞ্চায়েত সমিতির বন ও ভূমি কর্মাধ্যক্ষ কাসেম খান, শুকলাল মাণ্ডি,শালবনি (Shalbani) তৃণমূল যুব কংগ্রেস এর সভাপতি গৌতম বেরা ও ৫ নম্বর অঞ্চল সভাপতি গৌতম মাহাত সহ ব্লক ও অঞ্চল নেতৃত্বগণেরা।

 

আর ও পড়ুন     রিয়েলিটি শোয়ে পা রেখে কান্নায় ভেঙে পড়লেন শিল্পা শেঠি (Shilpa Sethi)

 

বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দেওয়া সকলের হাতে পতাকা তুলে দেওয়ার পর তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি সুজয় হাজরা বলেন আগামী দিনে এই এলাকায় বিজেপি দলের কোনো অস্তিত্বই থাকবে না। যেভাবে বিজেপির নির্বাচিত জনপ্রতিনিধিরা বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করছে তাতে আগামী দিনে বিজেপিকে এই এলাকায় দূরবীন দিয়েও খুঁজে দেখতে হবে ।

 

বিজেপির পতাকা টাঙানোর কাউকে পাওয়া যাবে না। তিনি বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দেওয়া সকলকে তৃণমূল কংগ্রেসকে আরো শক্তিশালী করে তোলার জন্য আহ্বান জানান। সেইসঙ্গে দল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শ মেনে মানুষের পাশে থেকে মানুষের স্বার্থে কাজ করার জন্য তিনি সকলের কাছে আহ্বান জানান।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top