মহিলার প্রসব পদ্ধতি বিশ্বে রেকর্ড গড়ল, দু’ভাগ জরায়ু, দু’ভাগে দুটো বাচ্চা!

মহিলার প্রসব পদ্ধতি বিশ্বে রেকর্ড গড়ল, দু’ভাগ জরায়ু, দু’ভাগে দুটো বাচ্চা!

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

মহিলার প্রসব পদ্ধতি বিশ্বে রেকর্ড গড়ল, দু’ভাগ জরায়ু, দু’ভাগে দুটো বাচ্চা! জন্ম থেকেই জরায়ু দু’ভাগ, কিন্তু তার মুখ একটাই। সেই দু’ভাগ জরায়ুতে রয়েছে দুটি বাচ্চা, যা চিকিৎসা শাস্ত্রে খুবই কম দেখা যায়।শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালে বিরল অস্ত্রোপচার l মায়ের সেই ‘টুইন বেবি’কে সাফল্যের সঙ্গে অপারেশন করে প্রসব করানো হল শান্তিপুর হাসপাতালে (Shantipur State General Hospital)।  হাসপাতালের চিকিৎসক তারক বর্মন এই ঝুঁকিপূর্ণ অস্ত্রোপচার সাফল্যের সঙ্গে করার জন্য ডাক্তার পবিত্র ব্যাপারীকে ধন্যবাদ জানান।রাজ্যের সরকারি হাসপাতালে দ্বিতীয়বার বিরল অস্ত্রোপচারের মাধ্যমে যমজ পুত্র সন্তান প্রসব শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালে। এ পর্যন্ত সারা পৃথিবীতে এই ধরনের ১৭ টি ঘটনা লিপিবদ্ধ হয়েছে, ভারতের তিনটি, পশ্চিমবঙ্গে এটি দ্বিতীয় ঘটনা। বিরল এই অস্ত্রোপচার করে শান্তিপুর হাসপাতালকে অনেকটাই এগিয়ে দিলেন বিশিষ্ট স্ত্রী রোগ বিশেষজ্ঞ চিকিৎসক পবিত্র ব্যাপারী।

 

 

 

 

আরও পড়ুন –কোন খাতে বিনিয়োগে মিলবে বেশি লাভ?SBI ও পোস্ট অফিসের FD-তেই করা যাবে…

জানা গিয়েছে,একটি বিশেষ মেডিক্যাল টিম গঠন করে তিনি এই অস্ত্রোপচার করেন। চিকিৎসক পবিত্র ব্যাপারী জানিয়েছেন, দুটি বাচ্চা এবং মা সকলেই সুস্থ আছে। অনেক কষ্টে দুই সন্তানের মুখ দেখেছেন অর্পিতা। খুশি তাঁর পরিবারও। শান্তিপুর হাসপাতালের সামনে দাঁড়িয়ে ‘ডাক্তারবাবু’দের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন অর্পিতার স্বামী যতীন্দ্র মণ্ডল। তবে চিকিৎসক পবিত্র ব্যাপারী অবশ্য একা একা কৃতিত্ব নিতে রাজি নন, তিনি বলেছেন হাসপাতাল সুপার-সহ অ্যানাস্থেসিস্ট পেডিয়াট্রিক বিভাগের চিকিৎসকরা সকলে সহযোগিতার হাত বাড়িয়ে না দিলে কখনই সম্ভব হত না। হাসপাতালের চিকিৎসক তারক বর্মন এই ঝুঁকিপূর্ণ অস্ত্রোপচার সাফল্যের সঙ্গে করার জন্য ডাক্তার পবিত্র ব্যাপারীকে ধন্যবাদ জানান। এই বিরল অস্ত্রোপচার হল সেই অর্পিতা মন্ডলের বাড়ি নদিয়ার শান্তিপুরের নৃসিংহপুর এলাকায়। তিনি কলকাতায় রাজারহাটের একটি হাসপাতালে চিকিৎসক দেখিয়েছিলেন, কিন্তু এত দূর বলে সেখানকার চিকিৎসক তাঁকে কল্যাণী হাসপাতালে যেতে বলেন। তাঁরা শান্তিপুর হাসপাতালে চিকিৎসক পবিত্র ব্যাপারীর সঙ্গে যোগাযোগ করেন। চিকিৎসক বলেন, “ভরসা রাখতে পারলে চেষ্টা করবেন।” সেই অনুযায়ী চিকিৎসক ব্যাপারীর তত্ত্ববধানে থেকে সোমবার দুপুরে অস্ত্রোপচার করে চিকিৎসক পবিত্র ব্যাপারী, অর্পিতার দেহে অস্ত্রোপচার করে দুই পুত্র সন্তান প্রসব করান।

(সব খবর, ঠিক খবর, প্রত্যেক মুহূর্তে ফলো করুন Facebook পেজ এবং Youtube )

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top