হাওয়ায় উড়লো কাফতান! oops moments এর শিকার হলেন শিল্পা শেঠি

হাওয়ায় উড়লো কাফতান! oops moments এর শিকার হলেন শিল্পা শেঠি

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

হাওয়ায় উড়লো কাফতান! oops moments এর শিকার হলেন শিল্পা শেঠি,নব্বইয়ের দশকের অন্যতম প্রথম সারির অভিনেত্রী হলেন শিল্পা শেট্টি। প্রথমে মডেলিং দিয়েই নিজের কেরিয়ার শুরু করেছিলেন। তারপর একাধিক হিট ছবি উপহার দিয়েছেন তাঁর ভক্তদের।

 

 

গোবিন্দা (Govinda )থেকে শুরু করে অনিল কাপুর (Anil Kapoor), শাহরুখ খান (Shah Rukh Khan) , সালমান খান (Salman Khan), সুনীল শেট্টি, অভিষেক বচ্চন ও সানি দেওলের মতো একাধিক তারকাদের সাথে স্ক্রিন শেয়ার করেছেন অভিনেত্রী।তিনি এখন বড়পর্দা থেকে কিছুটা দূরে থাকলেও লাইট-ক্যামেরা-অ্যাকশনের বাইরে নেই।

 

আরও পড়ুন –  দিঘাতেই আরও দুই নতুন বিচ! নতুন বিচের নামকরণ করলেন খোদ মমতা

 

এখন একাধিক নাচের রিয়্যালিটি শোতেও বিচারক আসনে দেখা মেলে তার। অভিনেত্রীকে যারা চেনেন তারা জানবেন, একজন ভালো অভিনেত্রী হওয়ার পাশাপাশি, একজন ভালো নৃত্যশিল্পীও।

 

 

 

শরীরচর্চা এবং ফিটনেসের দিক দিয়েও কম চর্চায় থাকতে দেখা যায় না এই ৪৭ বছর বয়সে। এই মুহূর্তে নিজের শেয়ার করে নেওয়া একটি ভিডিওর সূত্র ধরেই চর্চায় রয়েছেন অভিনেত্রী।

 

আরও পড়ুন –  কোন শর্ত পূরণ করে তৃণমূল জাতীয় দলের মর্যাদা পেয়েছিল? কেনই বা তা…

 

প্রচন্ড হাওয়ায় ঐ সময়ই তার হাই থাই স্লিটেড কাফতান উড়ে যাওয়ায় ক্যামেরার সামনেই উপস্ মোমেন্টের শিকার হন অভিনেত্রী, যা নিজেই মজার ছলে শেয়ার করেছিলেন অভিনেত্রী। নিজের এই মজার উপস্ মোমেন্টের ঝলকের সূত্র ধরেই চর্চায় আছেন শিল্পা শেট্টি।

 

 

 

আরও পড়ুন –  কালো নয়, ধবধবে সাদা কাক! পুণের রাস্তায় দেখা মিললো সাদা কাকের

 

(সব খবর , ঠিক খবর, প্রত্যেক মুহূর্তে ফলো করুন  Facebook পেজ এবং Youtube )

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top