‘পতাকা উত্তোলনের সময় জুতটা না পরে থাকলেই ভাল হতো’, সোশ্যাল মিডিয়ায় কটাক্ষ ! পাল্টা জবাব অভিনেত্রী শিল্পা শেট্টির , দেখুন…স্বাধীনতা দিবস সেলিব্রেট করতে গিয়ে বেজায় বিপাকে পড়লেন অভিনেত্রী শিল্পা শেট্টি। সোশ্যাল মিডিয়ায় ছবি পোস্ট হতেই তা নিয়ে তরজা তুঙ্গে। ৭৭ তম স্বাধীনতা দিবসে গোটা দেশ জুড়ে চলছিল উৎসব। সেলিব্রিটি থেকে শুরু করে সাধারন মানুষ, সকলেই সেলিব্রেশনের ছবি শেয়ার করছিলেন সোশ্যাল মিডিয়ায়। তালিকা থেকে বাদ পড়েনি অভিনেত্রী শিল্পা শেট্টি। এদিন সকালে পরিবারের সকলকে নিয়ে বাড়ির সামনে পতাকা উত্তোলন করেন তিনি। সকলেই পরেছিলেন এদিন সাদা পোশাক। কিন্তু সমস্যা ঘটল এই ছবি সোশ্যাল মিডিয়া পোস্ট হতে। নিন্দুকেরা খুঁজে বার করলেন শিল্পার পায় জুতো। মুহূর্তে প্রশ্ন ছুড়ে দিলেন নিন্দুকেরা, দিলেন উপদেশ– ‘পতাকা উত্তোলনের সময় জুতটা না পরে থাকলেই ভাল হতো’।
শিল্পা এদিন লিখলেন, ”আমি পতাকা উত্তোলনের নিয়ম সম্পর্কে অবগত। আমি অন্তর থেকে আমার দেশ ও আমার দেশের জাতীয় পতাকাকে সম্মান করি। ভারতীয় হিসেবে আমি গর্বিত। আজ আমার পোস্টটা হল সেই আবেগটা উদযাপন করা ও সকলের সঙ্গে ভাগ করে নেওয়া।” এখানেই শেষ নয়, তিনি ট্রোলারদের উদ্দেশে লেখেন, ”আপনাদের বলছি, আজকের দিনে দয়া করে নেগেটিভিটি ছড়াবেন না। আগে সঠিক তথ্য জানুন…।” শিল্পার এই পোস্ট মুহূর্তে চর্চার কেন্দ্রে জায়গা করে নেয়। ঝড়ের গতিতে ভাইরাল হয় এই কমেন্ট। যদিও শিল্পা শেট্টি নিয়ে এই চুপ থাকেননি কারণ স্বাধীনতা দিবসের দিন এটি এক ভীষণ স্পর্শকাতর বিষয়। তাই ভুল ধরিয়ে দিতে ট্রোলারদের জবাব দিলেন শিল্পা।
আরও পড়ুন – অনেক কাজ রয়েছে, যা এখনও করা হয়নি, হঠাৎই ভাবতে শুরু করেন…. সুস্মিতা
সাধারণত ট্রোলের বিষয়টা এড়িয়ে চলেন শিল্পা শেট্টি। তবে এক্ষেত্রে তিনি আর চুপ থাকলেন না। সোশ্যাল মিডিয়ায় দিলেন সপাট উত্তর। দেশভক্তি তাঁর লোক দেখানো নয়, তাঁর যা ভেতর থেকে এসেছে, তিনি সেটাই করেছেন বলে এদিন দাবি করে এক দীর্ঘ কমেন্ট করেন অভিনেত্রী। ট্রোলারের উদ্দেশে করা সেই কমেন্টে কি লেখা রয়েছে ?