৩৪ নম্বর জাতীয় সড়কে চলল গুলি, মৃত্যু হল ১ মহিলার , ফের জাতীয় সড়কে চলল গুলি। এবার ঘটনাস্থল মালদার (Malda) রায়পুর এলাকার ৩৪ নম্বর জাতীয় সড়ক (National Highway)। স্বামী, ছেলেদের সঙ্গে মোটরবাইকে যাওয়ার সময়ই আততায়ীদের র্গত গুলিতে মৃত্যু হয় ওই মহিলার। মঙ্গলবার রাতে এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে মালদা থানার অন্তর্গত রায়পুর এলাকায়। কারা, কেন ওই মহিলার উপর হামলা চালাল, তা স্পষ্ট নয়। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছেছে মালদা থানার পুলিশ (Malda Police) বাহিনী।
জানা গিয়েছে, এদিন রাতে মালদা থানার রায়পুর থেকে মোটরবাইকে করে স্ত্রী আইনুল বিবি ও দুই সন্তান নিয়ে মহিষবাথানি গ্রাম পঞ্চায়েতে রাহামাট নগর গ্রামে যাচ্ছিলেন মাসু শেখ। ৩৪ নম্বর জাতীয় সড়ক দিয়ে যাওয়ার সময় রায়পুর এলাকাতেই নীল রঙের অ্যাপাচি কোম্পানির একটি মোটরবাইকে চেপে দুষ্কৃতিরা মাসু শেখের মোটরবাইক লক্ষ্য করে গুলি ছোঁড়ে। গুলি লাগে মাসু শেখের স্ত্রী আইনুল বিবির শরীরে। এরপরই দ্রুত বাইক চালিয়ে এলাকা ছেড়ে পালিয়ে যায় হামলাকারীরা। তারপর স্থানীয় বাসিন্দারা গুলিবিদ্ধ আইনুল বিবিকে উদ্ধার করেন এবং তাঁকে মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যান। কিন্তু, ততক্ষণে তাঁর মৃত্যু হয়। মালদা মেডিক্যাল কলেজে হাসপাতালের চিকিৎসকরা আইনুল বিবিকে মৃত বলে ঘোষণা করেন।
কারা, কেন আইনুল বিবির উপর গুলি চালাল, আইনুল বিবি নাকি তিনি হামলাকারীদের লক্ষ্য ছিলেন, তা জানেন না বলে দাবি মাসু শেখের। গোটা ঘটনায় হতবাক বলে জানিয়েছেন তিনি। ঘটনার তদন্ত শুরু হয়েছে এবং সিসিটিভি ফুটেজের ভিত্তিতে হামলাকারীদের খোঁজ শুরু হয়েছে বলে মালদা থানার পুলিশ জানিয়েছে।
আরও পড়ুন – ‘মমতার সরকার মেয়েদের সুরক্ষা দিতে ব্যর্থ’, কালিয়াচকের ঘটনায় পুলিশ সুপারের রিপোর্ট তলব…
পুলিশ জানায়, মৃত মহিলার নাম আইনুল বিবি। মালদা থানার রায়পুর এলাকারই বাসিন্দা আইনুল বিবি স্বামী ও সন্তানদের সঙ্গে মোটরবাইকে চড়ে ৩৪ নম্বর জাতীয় সড়ক দিয়ে যাচ্ছিলেন। সেই সময় নীল রঙের অ্যাপাচি কোম্পানির মোটরবাইকে চেপে দুষ্কৃতীরা গুলি ছোঁড়ে। আইনুল বিবি গুলিবিদ্ধ হন। মালদা মেডিক্যাল কলেজে হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাঁর মৃত্যু হয়। হামলাকারীদের পরিচয় এখনও জানা যায়নি। সিসিটিভি ফুটেজের ভিত্তিতে তাদের খোঁজ শুরু হয়েছে।