নয়া কায়দায় শিলিগুড়িতে সরস্বতী পূজোর রাতে স্বর্ণ অলংকারের দোকানে চুরিতে তাজ্জ্বব ব্যাবসায়িরা। স্বর্ণ অলংকারের দোকানে লক্ষ লক্ষ টাকার সোনার গয়না চুরি করে সিসিটিভি ক্যামেরার হার্ডডিক্স ডিভিআর নিয়ে চম্পট দুষ্কৃতীরা। চুরির কায়দাও অভিনব। সরস্বতী পূজোর জমজমাট রাতে দড়িও মাফলার বেঁধে সিনেমার কায়দায় স্বর্ণ অলংকারের দোকানে প্রবেশ করে দুষ্কৃতি।
বৃহস্পতিবার রাতে ঘটনাটি ঘটলেও কাক পক্ষীতেও টের পায়নি। লক্ষাধিক টাকার স্বর্ণালঙ্কার চুরি করে পগার পার হলেও তালা বন্ধ শাটার রয়েছে যেমনকার তেমনই। তালা বন্ধ শাটারের কোথাও কোনো চিহ্ন নেই। ঘটনাটি ঘটেছে শিলিগুড়ি হিলকার্ট রোডে। এই দোকানের গাঁ লাগোয়া রয়েছে সিপিআইএম কার্য্যালয়। শুক্রবার সকালে দোকানের মালিক নিয়মিতভাবেই দোকান খোলার জন্য এসে পৌঁছান। স্বর্ণালংকার ব্যাবসায়ির তরফে আকাশ গুপ্তা বলেন রীতিমতো বন্ধ শাটার চাবি দিয়ে তালা খুলে দোকানের ভেতরে প্রবেশ করে। ভেতরে ঢুকেই মাথার উপর আকাশ ভেঙে পড়ে।
আরও পড়ুন – “মায়েদের থেকেই সময়ের ম্যানেজমেন্ট শেখা উচিত ” দেশের পড়ুয়াদের প্রশ্নের উত্তরে প্রধানমন্ত্রী
বাইরের থেকে দেখে কিছুই বুঝে উঠতে পারিনি। তার দাবি আলমারি ও লকারে থাকা বিক্রি জন্য যাবতীয় স্বর্ণ অলংকার নিয়ে চম্পট দিয়েছে দুষ্কৃতী। স্বর্ণ অলংকারের পাশাপাশি কিছু রূপক এবং অন্যান্য মূল্যবান পাথর ছিল। সব মিলিয়ে প্রায় কয়েক লক্ষ টাকার সোনা রুপো সহ অন্যান্য মূল্যবান সামগ্রী চুরি গিয়েছে। এদিকে খবর পেয়েই শুক্রবার সকালে ঘটনাস্থলে পৌছায় শিলিগুড়ি থানার পুলিশ। পুলিশ পুরো বিষয়টি খতিয়ে দেখে তদন্ত শুরু করেছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে বৃহস্পতিবার রাতে ব্যস্ততম এলাকায় অনখা কায়দায় এই গোটা ঘটনার সংগঠিত করা হয়েছে। মাফলার দড়ি বেঁধে তা দিয়ে বেয়ে দোকানে ঢুকে পড়ে।
এরপরই গোটা দোকান তছনছ করে যাবতীয় স্বর্ণ অলংকার নিয়ে চম্পট দেয়। শাটারে বা তালা ভাঙ্গার কোনরকম আওয়াজ না হওয়ায় আশপাশের স্থানীয়রা কেউই বিষয়টি বুঝতে পারেননি। এ ঘটনার সঙ্গে দোকানের কর্মীদের কেউ চড়িয়ে থাকতে পারে বলেও প্রাথমিক অনুমান পুলিশের। দোকানের মালিক সহ ম্যানেজার এবং কর্মীদের জেরা করা হচ্ছে। এসিপি শুভেন্দু কুমার জানান পুরো বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। নয়া কায়দায়