কাঁথি সমবায় ব্যাঙ্কের চেয়ারম্যানের পদ থেকে অপসারিত শুভেন্দু (Shuvendu)

কাঁথি সমবায় ব্যাঙ্কের চেয়ারম্যানের পদ থেকে অপসারিত শুভেন্দু (Shuvendu)

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram
Shuvendu
কাঁথি সমবায় ব্যাঙ্কের চেয়ারম্যানের পদ থেকে অপসারিত শুভেন্দু (Shuvendu)
ছবি সংগ্রহে সাইন টিভি

 

সমবায় ব্যাঙ্কের চেয়ারম্যান পদ থেকে শুভেন্দুকে (Shuvendu) সরাতে এবার তার বিরুদ্ধে আনা হল অনাস্থা প্রস্তাব। কাঁথি সমবায় ব্য়াঙ্কের চেয়ারম্যানের পর থেকে সরানো হল শুভেন্দু (Shuvendu) অধিকারীকে। অস্থায়ী ভাবে দায়িত্ব পেয়েছেন ভাইস চেয়ারম্য়ান।বিরোধী দলনেতার বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনলেন ব্যাঙ্কের ডিরেক্টররা। প্রাথমিক ভাবে ডিরেক্টররা এই অনাস্থা প্রস্তাব আনলেও এর পিছনে তৃণমূল আছে বলে মনে করা হচ্ছে।

 

উল্লেখ্য, কাঁথি সমবায় ব্যাঙ্কের চেয়ারম্যান শুভেন্দু (Shuvendu) অধিকারীর বিরুদ্ধে অনাস্থা আনেন ব্য়াঙ্কের বেশ কয়েকজন ডিরেক্টর। মোট ১৮ ডিরেক্টরের মধ্যে ১০ জন আজ ওই অনাস্থা ভোটাভুটিতে হাজির হন। তাতে শেষপর্যন্ত পরাজিত হন শুভেন্দু।

 

অভিযোগ, মামলা করে গত ৪ মাস ধরে ব্যাঙ্কের কাজকর্ম আটকে রেখেছেন শুভেন্দু। আজ দুপুর বারোটার পর ওই অনাস্থা প্রস্তাব পাস হয়। তারপর জরুরি বৈঠকে ডেকে শুভেন্দু অধিকারীকে চেয়ারম্যানের পদ থেকে সরানের কথা ঘোষণা করেন ব্য়াঙ্কের অন্যতম ডিরেক্টর আলেম আলি খান।

 

আর ও  পড়ুন    কাবুল থেকে ফিরলেন গোপালনগরের( Gopalnagar) ৩ যুবক

 

তাঁর দাবি, গত চার মাস ধরে ব্যাঙ্কের পদ আঁকড়ে থেকে ব্যাঙ্কের ক্ষতি করছিলেন শুভেন্দু। এতে ব্যাঙ্কের গ্রাহকদের বিভিন্ন কাজ-সহ লোন দেওয়ার কাজও আটকে ছিল।এনিয়ে কলকাতা হাইকোর্টে মামলা করেন নন্দীগ্রামের বিধায়ক।

 

আদালতের আদেশ ছিল, অনৈতিকভাবে শুভেন্দুকে সরানো যাবে না। তার পরেই এই অনাস্থা আনা হয়।গত কয়েক বছর ধরেই কাঁথি সমবায় ব্যাঙ্কের চেয়ারম্য়ান পদে ছিলেন শুভেন্দু। দুবারে বেশি ওই পদে থাকা যায় না। সেই জায়গায় তিনি ওই পদে ছিলেন বেশ কয়েকবার। এমনটাই দাবি শুভেন্দু বিরোধী শিবিরের।

 

উল্লেখ্য, কাঁথি সমবায় ব্যাঙ্কের চেয়ারম্যান শুভেন্দু (Shuvendu) অধিকারীর বিরুদ্ধে অনাস্থা আনেন ব্য়াঙ্কের বেশ কয়েকজন ডিরেক্টর। মোট ১৮ ডিরেক্টরের মধ্যে ১০ জন আজ ওই অনাস্থা ভোটাভুটিতে হাজির হন। তাতে শেষপর্যন্ত পরাজিত হন শুভেন্দু। অভিযোগ, মামলা করে গত ৪ মাস ধরে ব্যাঙ্কের কাজকর্ম আটকে রেখেছেন শুভেন্দু। আজ দুপুর বারোটার পর ওই অনাস্থা প্রস্তাব পাস হয়। তারপর জরুরি বৈঠকে ডেকে শুভেন্দু অধিকারীকে চেয়ারম্যানের পদ থেকে সরানের কথা ঘোষণা করেন ব্য়াঙ্কের অন্যতম ডিরেক্টর আলেম আলি খান।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top