
শুভেন্দু ( Shuvendu ) অধিকারীর জন্য স্বস্তির খবর। তাঁকে কোনও মামলাতেই গ্রেফতার করা যাবে না। গ্রেফতারের জন্য নিতে হবে আদালতের অনুমতি। সোমবার এমনই নির্দেশ দিয়েছেন হাইকোর্টের বিচারপতি রাডজশেখর মান্থার।
শুভেন্দু ( Shuvendu ) অধিকারী এদিন ৫টি মামলার বিষয়ে কলকাতা হাইকোর্টে যান। তখন বিচারপতি বলেন, শুভেন্দুকে শুধু এই মাম্লাতেই নয়, অন্য কোনও মামলায়ো অর্থাৎ ভবিষ্যতেও যে মামলাগুলি হবে সেগুলিতে শুভেন্দুকে গ্রেফতার করতে পারবে না পুলিশ।
আর ও পড়ুন কোভিড বিধি নীরবে কেঁদে ফিরছে সোনাগাছিতে ( Sonagachi ) !
সেইগুলির ক্ষেত্রেও আদালতের অনুমতি নিতে হবে পুলিশকে। পাশাপাশি আদালত আরও জানিয়েছে, শুভেন্দুর ( Shuvendu ) বিরুদ্ধে কোনও কড়া পদক্ষেপ করতে হলে পুলিশকে আগে আদালতের অনুমতি নিতেই হবে। শুভেন্দু অধিকারীর প্রাক্তন দেহরক্ষী শুভব্রত চক্রবর্তীর মৃত্যু মামলা নিয়ে আদালতের নির্দেশ, সেই মামলা যেমন চলছে তেমনই চলবে। এছাড়াও মানিকতলা থানায় চাকরির নামে প্রতারণার যে মামলা চলছে সেটিও একইভাবে চলবে।
সেক্ষেত্রে শুভেন্দু অধিকারীকে তদন্তকারীদের প্রয়োজনীয় সাহায্য করতে হবে। CID-কে হাইকোর্টের নির্দেশ, শুভেন্দু অধিকারী যেহেতু বিরোধী দলনেতা সেই হেতু তাঁর সময় মতো, জায়গা মতো যেন তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয়।
নন্দীগ্রামে রাজনৈতিক সংঘর্ষ, পাঁশকুড়ার হার ছিনতাই ও তমলুকে বিপর্যয় মোকাবিলা ওআইন ভাঙার যে মামলাগুলি চলছিল সেগুলির তদন্ত প্রক্রিয়ায় অন্তর্বতীকালীন স্থগিতাদেশ দিয়েছে আদালত। বিচারক জানিয়েছেন, এই ৩ মামলায় কোনও পদক্ষেপ করতে পারবে না পুলিশ বা CID।
উল্লেখ্য, শুভেন্দু ( Shuvendu ) অধিকারী এদিন ৫টি মামলার বিষয়ে কলকাতা হাইকোর্টে যান। তখন বিচারপতি বলেন, শুভেন্দুকে শুধু এই মাম্লাতেই নয়, অন্য কোনও মামলায়ো অর্থাৎ ভবিষ্যতেও যে মামলাগুলি হবে সেগুলিতে শুভেন্দুকে গ্রেফতার করতে পারবে না পুলিশ।