‘মমতাকে একটাও ভোট নয়,সাফ করতে হবে তৃণমূলকে’, তোপ শুভেন্দুর ,শিক্ষা থেকে কয়লা, গরু পাচার-দুর্নীতির অভিযোগে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নিশানায় তৃণমূল। ‘নো ভোট টু মমতা’ লেখা জামা পরে তৃণমূলকে আক্রমণে শুভেন্দু। ‘সাফ করতে হবে তৃণমূলকে, মমতাকে একটাও ভোট নয়। বাম আমলে মেধা অনুযায়ী চাকরি হয়নি, তৃণমূল জমানায় চাকরি বিক্রি হয়েছে।’ ডবল ইঞ্জিন সরকার ছাড়া বাঁচবে না বাংলা, চন্দ্রকোণায় দাবি বিরোধী দলনেতার। ১০০ দিনের প্রকল্প নিয়েও তোপ দেগেছেন শুভেন্দু অধিকারী। তিনি বলেন, ‘১০০দিনের প্রকল্পের টাকাও চুরি করেছে তৃণমূল সরকার।’
একসঙ্গে পঞ্চায়েত ভোট ভাল করে করতে হবে, হুঁশিয়ারি রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর । হাওড়া, রিষড়ায় রাম নবমীর মিছিল ঘিরে অশান্তি হয়েছে। তা নিয়েও তৃণমূলকে নিশানা করেছেন শুভেন্দু অধিকারী। হুঁশিয়ারি দিয়ে শুভেন্দুর দাবি, ‘রেড রোডের ধর্না থেকেই অশান্তিতে উস্কানি তৃণমূলনেত্রীর?’ সংখ্যালঘুরা ধাপ্পাবাজি ধরে ফেলেছে, হাওড়া-রিষড়াকাণ্ডের প্রসঙ্গ টেনে আক্রমণ
সোমবারের সভার শেষ মুহূর্তের প্রস্তুতির মধ্যেই চন্দ্রকোনা টাউন থানার একটি চিঠি প্রকাশ্যে আসে। চিঠিটি পাঠানো হয় বিজেপির চন্দ্রকোনা টাউন দক্ষিণ মণ্ডলের সভাপতি বিপ্লব মালের ঠিকানায়। তাতে বলা হয়, স্কুলের প্রধানশিক্ষক স্কুলের মাঠে সভা করার অনুমতি দিয়ে থাকলেও তা বাতিল করেছে স্কুলের পরিচালন সমিতি। পরিচালন সমিতির পক্ষ থেকে চিঠি দিয়ে জানানো হয়েছে, স্কুলের মাঠে সভা করার অনুমতি দেওয়া প্রধানশিক্ষকের এক্তিয়ারের মধ্যে পড়ে না। সেই কারণেই পুলিশের পক্ষ থেকে সভার অনুমতি দেওয়া হচ্ছে না।
আরও পড়ুন – চন্দ্রকোনায় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে শর্তসাপেক্ষে সভা করার অনুমতি দিল কলকাতা হাই…
বিরোধী দলনেতা শুভেন্দুর সেই সভা ঘিরে জটিলতা তৈরি হয়েছিল। অভিযোগ,প্রাথমিক ভাবে অনুমতি দেওয়া হলেও পরে তা বাতিল করে দেন স্কুল কর্তৃপক্ষ। মাঠে সভার অনুমতি না থাকায় পুলিশেরও অনুমতি মেলেনি। বিজেপির তরফে প্রাথমিক ভাবে পুলিশের অনুমতি ছাড়াই সভা করার কথা বলা হলেও শেষমেশ তা বন্ধ হচ্ছিল। তবে শুভেন্দু টুইটারে জানিয়েছিলেন, তিনি চন্দ্রকোনায় যাচ্ছেন। সেখানে কৃষকদের সঙ্গে কথা বলবেন তিনি।