চলে গেলেন সিদ্ধার্থ ( Siddhartha ) শুক্লা। এদিন ৪০ বছর বয়সী সিদ্ধার্থের মৃত্যুর খবরে কার্যত শোকের ছায়া নেমে আসে বলিউডে। জানা গিয়েছে হৃদরোগে আক্রান্ত হয়ে এদিন আচমকা মৃত্যু হয় এই অভিনেতার।
জানা গিয়েছে, এদিন সকালে প্রবল হৃরোগে আক্রান্ত হয়ে বুকে ব্যথা নিয়ে মুম্বইয়ের কুপার হাসপাতালে তাঁকে ভর্তি করা হয়। সিদ্ধার্থের ( Siddhartha ) পরিবারে তাঁর মা ও দুই বোন রয়েছেন। এদিকে সেলেব শেহনাজ গিলের সঙ্গে সিদ্ধার্থের সম্পর্ক নিয়ে বহুদিন ধরে আলোচনা চলেছে বি টাউনে।
শেষবার ‘ব্রোকেন বাট বিউটিফুল ৩’ এ দেখা গিয়েছে সিদ্ধার্থকে। এর আগে টেলিভিশনের জগতে প্রবল জনপ্রিয়তা পাওয়ার পর তিনি ফিল্মের দুনিয়াতেও পা রাখেন। ‘ হাম্পটি শর্মা কি দুলহানিয়া’ ছবিতে অভিয় করতে দেখা গিয়েছে সিদ্ধার্থকে ( Siddhartha ) ।উল্লেখ্য, মুম্বইয়ের এক সম্ভ্রান্ত বংশে জন্ম হয় সিদ্ধার্থের ।
আর ও পড়ুন জনসমক্ষে পোশাক ( Dress ) খুলে যাওয়ায় বিব্রত মৌনী
বাবা অশোক শুক্লা পেশায় সিভিল ইঞ্জিনিয়ার। তবে কর্মরত ছিলেন রিজার্ভ ব্যাঙ্কে। মা রীতা শুক্লা হোম মেকার। ফুসফুসে সমস্যার জেরে বহু আগেই বাবা অশোক শুক্লাকে হারান সিদ্ধার্থ। সিদ্ধার্থ যখন মডেলিং এ সবেমাত্র পা রেখেছেন তখনই বাবাকে হারিয়েছেন তিনি। তারপর দুই বোন ও মাকেই পরিবার বলতে পাশে পেয়েছেন এই অভিনেতা।
১৯৮০ সালের ১২ ডিসেম্বর মুম্বইতে জন্ম হয় সিদ্ধার্থের। ইন্টিরিয়ার ডিজাইনিং এর ছাত্র সিদ্ধার্থ পড়াশোনা শেষের পর বহু দিন একটি ইন্টিরিয়ার ডিজাইনিং এর সংস্থায় কাজও করেছেন।মডেলিং এর হাত ধরেই তিনি ইন্ডাস্ট্রিতে এসেছিলেন । পরবর্তীকালে তিনি সুযোগ পান টেলিভিশনের পর্দায়।
‘বালিকা বধূ’ সিরিয়ালে শিবের চরিত্রে সিদ্ধার্থের অভিনয় কার্যত তাঁকে জনপ্রিয়তার শিখরে নিয়ে যায়। অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর ঠিক একবছর কাটতে না কাটতেই মুম্বইয়ের টেলিভিশন অভিনেতা সিদ্ধার্থ শুক্লার প্রয়াণের খবর আসে। সিদ্ধার্থ শুক্লার এই মৃত্যুর ঘটনাতেও রীতিমতো হতবাক করেছে ফ্যান দুনিয়া।