নিজস্ব সংবাদদাতা, আসানসোল, ১২ অক্টোবর, ২০২০:বলবিন্দার সিংকে মুক্তির দাবিতে এবং দোষী পুলিশ অফিসারদের শাস্তির দাবিতে আজ বিক্ষোভ দেখিয়েছেন শিখ সম্প্রদায়ের একাংশ। পাশাপাশি তাঁরা জানিয়েছেন, এই বিক্ষোভ কোন রাজনৈতিক স্বার্থে নয়। শুধুমাত্র শিখ সম্প্রদায়কে ছোট করা হয়েছে বলে এই বিক্ষোভ।
প্রসঙ্গত, গত ৮ অক্টোবর কলকাতায় বিজেপির নবান্ন অভিযানের সময় কেন্দ্রীয় মন্ত্রীর সুরক্ষা কর্মী সর্দার বলবিন্দার সিংএর কাছ থেকে আগ্নেয়াস্ত্র উদ্ধার করে পুলিশ প্রশাসন তাকে তার পাগড়ী খুলে রাস্তা দিয়ে টেনে নিয়ে যায়। বলবিন্দার সিংএর গ্রেপ্তারের পর পুলিশ দাবী করে তার কাছ থেকে উদ্ধার হওয়া আগ্নেয়াস্ত্রর লাইসেন্স দিল্লি ব্যাতিত। যা অন্য রাজ্যে নিয়ে যেতে পারে না। বলবিন্দার সিংকে গ্রেপ্তার এবং অপমানিত করার পর সমগ্র বিশ্বের শিখ সম্প্রদায় পশ্চিম বাংলার পুলিশ প্রশাসনের কাজের তীব্র প্রতিবাদ জানায়। সোমবার সকালে বার্ণপুর গুরুদ্বার থেকে শিখ সম্প্রদায়ের জনগণ সর্দার বলবিন্দার সিংকে মুক্তির দাবিতে এক বিশাল মিছিল আসানসোল দূর্গাপুর পুলিশ কমিশনার অফিসে গিয়ে পুলিশ কমিশনার সুকেশ জৈনের কাছে স্মারকলিপি জমা দেন।
আরও পড়ুন…পাঁশকুড়ার বড়মা কোভিড হাসপাতাল ভাঙচুর
পশ্চিম বাংলার শিখ সম্প্রদায়ের রাজ্য সভাপতি তেজেন্দার সিংঘল জানিয়েছেন, তাদের দাবি অবিলম্বে সর্দার বলবিন্দার সিংকে মুক্ত করতে হবে এবং দোষী পুলিশকে উপযুক্ত শাস্তি দিতে হবে। সর্দার বলবিন্দার সিংকে বুধবারের মধ্যে মুক্ত না করা হলে বৃহত্তর আন্দোলন গড়ে তুলবেন বলে হুশিয়ারি দিয়েছেন।