নিজস্ব সংবাদদাতা, কলকাতা, ১৫ অক্টোবর,২০২০: আজ আবারো পাগড়ী কান্ডে পথে নেমেছেন শিখ সম্প্রদায়ের একাংশ। ভবানীপুর গুরুদয়ারের সামনে বলে মৌন প্রতিবাদ জানায় তারা।মূলত বলবিন্দর সিংয়ের বিচারের দাবিতে এই মৌন প্রতিবাদ করেন তাঁরা।
শুধু মাত্র বিচারের দাবিই নয়, ওই পুলিশ অফিসারদের শাস্তির দাবিও জানিয়েছেন তাঁরা। উল্লেখ্য, গতকাল বলবিন্দর সিং এর স্ত্রী ও পুত্র কলকাতায় এসে রাজ্যপাল জগদীপ ধনকর এর সঙ্গে দেখা করেছেন। এবং বলবিন্দর সিং এর সঠিক বিচার পাওয়ার কথাও বলেছেন তিনি। প্রসঙ্গত, বিজেপির নবান্ন অভিযানে বলবিন্দর সিং এর কাছ থেকে উদ্ধার হয় আগ্নেয়াস্ত্র।
আরও পড়ুন…চাকরি দেওয়ার নামে সল্টলেকে প্রতারণা
পুলিশের দাবি ওই আগ্নেয়াস্ত্র এই উপযুক্ত লাইসেন্স দেখতে পারেন নি বলবিন্দর সিং।