মহা বিপাকে ইমন, মাথায় হাত গায়িকার, রাতারাতি গায়েব ইমন চক্রবর্তীর ইউটিউব চ্যানেল !

মহা বিপাকে ইমন, মাথায় হাত গায়িকার, রাতারাতি গায়েব ইমন চক্রবর্তীর ইউটিউব চ্যানেল !

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

মহা বিপাকে ইমন, মাথায় হাত গায়িকার, রাতারাতি গায়েব ইমন চক্রবর্তীর ইউটিউব চ্যানেল ! সমাজমাধ্যম যেমন রাতারাতি কোনও ব্যক্তিকে অগণিত মানুষের দরজার হাজির করতে পারে, তেমনই হঠাৎ সেই দরজা বন্ধও করে দিতে পারে। এই মুহূর্তে গায়িকা ইমন চক্রবর্তীও কিছুটা সে রকম পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছেন। রাতারাতি গায়েব হয়ে গিয়েছে শিল্পীর ইউটিউব চ্যানেল! ইমনের দাবি, ইউটিউবের তরফে আগাম কোনও সতর্কবাণীও তিনি পাননি। হঠাৎ করে নিজের চ্যানেল উধাও হয়ে যাওয়ায় কী করবেন বুঝতে পারছেন না ‘তুমি যাকে ভালবাস’র গায়িকা।ইমন পুরো বিষয়টা জানিয়ে বৃহস্পতিবার সমাজমাধ্যমে একটি পোস্ট করেছেন।

 

 

 

 

 

 

সাধারণত, সমাজমাধ্যম ব্যবহারকারীর কোনও চ্যানেলকে বন্ধ করার আগে সংশ্লিষ্ট মাধ্যমটির তরফে সতর্কবার্তা দেওয়া হয়। তার পরেও তা না মানলে তখন ওই সমাজমাধ্যম প্ল্যাটফর্মটি ব্যবহারকারীর বিরুদ্ধে পদক্ষেপ নিতে পারে বা তাঁর প্রোফাইল ব্লক করতে পারে। কিন্তু ইমনের ক্ষেত্রে এ রকম কোনও ঘটনাই ঘটেনি। আনন্দবাজার অনলাইনের তরফে শিল্পীর সঙ্গে যোগাযোগ করা হলে ইমন বললেন, ‘‘ইউটিউব জানিয়েছে, আমরা নাকি কিছু নিয়ম লঙ্ঘন করেছি। কিন্তু কী নিয়ম ভেঙেছি, সেটা জানায়নি। আমাদের যদি খুঁজে বার করতে হয় কী ভুল করেছি, সেই সুযোগও নেই। কারণ চ্যানেলটাই তো নেই!’’

 

 

 

 

 

 

 

প্রায় ১৩ বছর ধরে ইউটিউবে ইমনের চ্যানেলটি সচল ছিল। এর আগেও চ্যানেলের কিছু গানের ক্ষেত্রে ইমনের টিমের কাছে সতর্কবাণী এসেছিল। ইমনের কথায়, ‘‘সেগুলো আমরা আবার আবেদন করায় ওরাও মেনে নন। কোনও সমস্যা হয়নি।’’ এই প্রসঙ্গেই শিল্পী বলছিলেন, ‘‘একটা চ্যানেলের পিছনে একটা পুরো টিমের পরিশ্রম কাজ করে। একটা গান তৈরিতে লক্ষ লক্ষ টাকা খরচ হয়। তা ছাড়া আমার চ্যানেল থেকে নতুনদের গানও প্রকাশ করেছি। তাঁদের গানের ভিউয়ারশিপও দারুণ। ওদের জন্য আরও বেশি খারাপ লাগছে।’’

 

 

 

 

আরও পড়ুন –  ট্রেনে চেপে উত্তরবঙ্গে! মুখ ঢাকা ব্যক্তিটি কি অরিজিৎ সিংহ ?

 

 

 

ফেসবুকে শিল্পী লেখেন, ‘‘আজ সকালে ইউটিউবের তরফে একটি ইমেল পেলাম। ওরা ওদের প্ল্যাটফর্ম থেকে আমার চ্যানেলটিকে সরিয়ে নিয়েছে। জানি না কী করেছি, বা আমি কোন নিয়ম লঙ্ঘন করেছি। আমরা এই চ্যানেলের পিছনে এতটা সময় বিনিয়োগ করেছি। হঠাৎ ওদের একটা মেল আসায় সেটা গায়েব হয়ে গেল। এটা সত্যিই অনভিপ্রেত।’’

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top