দিদির সুরক্ষা কবজ নিয়ে সিঙ্গুর ও হরিপাল বিধানসভার যৌথ সাংবাদিক সম্মেলন। রাজ্যে তৃণমূল কংগ্রেসের সরকার ক্ষমতায় আসার পর মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির মস্তিষ্কপ্রসূত কর্মসূচি দিদিকে বল এবং দুয়ারে সরকার ঘোষিত হওয়ায় মানুষ যেমন উপকৃত হয়েছেন তেমনি সরকারের অবস্থান ও মজবুত হয়েছে ফলে দলের প্রতি মানুষের আস্থা বেড়েছে।
সেই সব কর্মসূচিকে সামনে রেখে আগামী পঞ্চায়েত নির্বাচনের পূর্বে গত ২রা জানুয়ারি কলকাতার নজরুল মঞ্চে তৃণমূল সুপ্রিমো মমতা ব্যানার্জি এবং অভিষেক ব্যানার্জি যৌথভাবে ঘোষণা করেন দিদির সুরক্ষা কবজ কর্মসূচি। এই কর্মসূচিতে দিদির দূতেরা বাড়ি বাড়ি গিয়ে 15 টি সরকারি প্রকল্পের সুযোগ-সুবিধা মানুষ পাচ্ছেন কিনা তার খোঁজ নেবেন সাথে সাথে এই সুরক্ষা কবজের অধীন সকল প্রকল্পের সুবিধা গুলি যাতে প্রতিটি পরিবার পায় তার সুনিশ্চিত করার জন্য দিদির দূতেরা বাড়ি বাড়ি ঘুরবেন।
এই কর্মসূচির রূপায়ণের উদ্দেশ্যে আজ সিঙ্গুর ও হরিপাল ব্লকের পক্ষ থেকে কামারকুন্ডুর একটি লজে যৌথ সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হলো। এই সাংবাদিক সম্মেলনে হরিপালের বিধায়িকা ডাক্তার করবী মান্না এবং সিঙ্গুরের বিধায়ক তথা মন্ত্রী বেচারাম মান্না দিদির সুরক্ষা কবজ, নিয়ে বিস্তারিত ব্যাখ্যা দেন। মন্ত্রী বেচারাম মান্না বলেন দিদির সুরক্ষা কবজের অধীন সরকারী ১৫ টি প্রকল্প, স্বাস্থ্য সাথী মানবিক জয় বাংলা জয় জোহার খাদ্য সাথী সহ প্রকল্প গুলি দিদি দুতেরা মানুষের কাছে তুলে ধরবেন এবং যারা এই প্রকল্প এখনো পর্যন্ত পায়নি তাদেরকে এই প্রকল্পগুলিতে নাম নথিভুক্ত করার পদ্ধতিগুলি ও জানাবেন।
তিনি জানান পশ্চিমবঙ্গবাসীর কাছে দিদির দূতেরা মাননীয়া সভানেত্রী মমতা ব্যানার্জির একটি চিঠি দিদির সুরক্ষা কবজের দেয়াল ক্যালেন্ডার এবং দরজায় লাগানোর জন্য স্টিকার হস্তান্তর করবেন। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বেচারাম মান্না বলেন এই কর্মসূচি নিয়মমাফিক দলীয় কর্মসূচি এর সঙ্গে পঞ্চায়েত নির্বাচনের কোনোরকম সম্পর্ক নেই।
তিনি জানান সিঙ্গুর ব্লকে আবাস যোজনার কাজ শান্তিপূর্ণভাবেই মিটেছে আগামী দিনে যারা এই প্রকল্পে অনুমোদন পেয়েছে তাদের আবাস নির্মাণ অবশ্যই হবে এই আবাস যোজনা নিয়ে পঞ্চায়েত নির্বাচনে কোনরকম ছাপ ফেলবে না বলে তিনি উল্লেখ করেন। এই সাংবাদিক সম্মেলনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন হরিপাল ব্লকের তৃণমূল কংগ্রেস সভাপতি দেবাশীষ পাঠক সিঙ্গুর তৃণমূল কংগ্রেসের সভাপতি গোবিন্দ ধাড়া হরিপাল ব্লক তৃণমূল জয় হিন্দ বাহিনীর সভাপতি স্বরূপ মিত্র, তৃণমূল সংখ্যালঘু সেলের প্রতিনিধি সহ বিশিষ্ট নেতৃবৃন্দ।