পূর্ব মেদিনীপুর – পিংলা ব্লক ইউথ অফিসার বিবেকানন্দ পাল বাড়ি, পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রামের হাসচড়া, SIR-এর কাজের চাপের কারণে অসুস্থ হয়ে পড়েন এবং ব্রেন স্ট্রোকে আক্রান্ত হন। তমলুক মেডিকেল কলেজে নিয়ে আসার পর তাকে আরও উন্নত চিকিৎসার জন্য কলকাতা নিউরো সায়েন্স, মল্লিক বাজারে রেফার করা হয়।
এই মুহূর্তে তাকে চিকিৎসার জন্য এম্বুলেন্সে রওয়ানা করা হয়েছে কলকাতার উদ্দেশ্যে। স্থানীয় প্রশাসন এবং পরিবার দ্রুত ব্যবস্থা নিয়ে তার পাশে রয়েছেন। ঘটনা SIR প্রক্রিয়ার চাপ এবং মাঠে কাজের জটিলতার প্রতি নতুন করে আলোকপাত করেছে।




















