SIR নিয়ে অভিযোগ অতিরঞ্জিত, রাজনৈতিক স্বার্থে বাড়ানো হয়েছে: নির্বাচন কমিশনের হলফনামা

SIR নিয়ে অভিযোগ অতিরঞ্জিত, রাজনৈতিক স্বার্থে বাড়ানো হয়েছে: নির্বাচন কমিশনের হলফনামা

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram



দিল্লি – SIR নিয়ে যে সমস্ত অভিযোগ উঠেছে, তা অতিরঞ্জিত এবং রাজনৈতিক স্বার্থে বাড়িয়ে বলা হয়েছে—এমনটাই সুপ্রিম কোর্টে হলফনামা দিয়ে দাবি করল নির্বাচন কমিশন। বাংলা সহ একাধিক রাজ্যের SIR প্রক্রিয়া নিয়ে দায়ের হওয়া মামলায় কমিশন স্পষ্ট জানিয়েছে, প্রক্রিয়ায় কোনো ত্রুটি বা বিচ্যুতি নেই।

সাধারণ মানুষ থেকে শুরু করে বিএলও-রাজ্যজুড়ে বেড়ে চলা মৃত্যুমিছিলে কমিশনের মতামতের ইঙ্গিত মিলেছিল শুক্রবার তৃণমূল কংগ্রেসের সঙ্গে জাতীয় নির্বাচন কমিশনের বৈঠকে। এবার সুপ্রিম কোর্টে হলফনামা জমা দিয়ে তারা স্পষ্ট করে দিল অবস্থান। তৃণমূল কংগ্রেসের রাজ্যসভা সাংসদ দোলা সেনের দায়ের করা মামলায় কমিশন জানিয়েছে, বাংলায় ভোটার তালিকার SIR প্রক্রিয়া ঘিরে যে অভিযোগ উঠেছে, তা ‘অতিরঞ্জিত’ এবং ‘রাজনৈতিক স্বার্থে বাড়িয়ে বলা’।

২৪ জুন ও ২৭ অক্টোবর SIR সংক্রান্ত নির্দেশ চ্যালেঞ্জ করে তৃণমূল কংগ্রেসের তরফে সুপ্রিম কোর্টে আবেদন করেন দোলা সেন। আদালত কমিশনকে হলফনামা আকারে বক্তব্য জমা দেওয়ার নির্দেশ দেন। সোমবারের মধ্যে আদালতে কমিশন হলফনামা জমা দেয়। সেখানে বলা হয়েছে, তামিলনাড়ুর প্রায় ৯৬ শতাংশ এবং বাংলার প্রায় ৯৮ শতাংশ এনুমারেশন ফর্ম বিলি হয়ে গিয়েছে। দুই রাজ্যে ইতিমধ্যেই সিংহভাগ এনুমারেশন ফর্ম ফেরতও পেয়েছে কমিশন।

হলফনামায় কমিশন স্পষ্টভাবে জানিয়েছে, ১৯৫০ সালের জনপ্রতিনিধি আইন অনুযায়ী, কমিশন যেভাবে ঠিক মনে করবে, সেভাবেই SIR প্রক্রিয়া সম্পন্ন করতে পারে। ইতিমধ্যেই এই প্রক্রিয়া বহুবার হয়েছে। কমিশনের বক্তব্য, “বিরোধীরা যে বলছে গণহারে ভোটারদের বাদ দেওয়া হচ্ছে, সেই অভিযোগ ভুল ও অতিরঞ্জিত।”

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top