কোচবিহার – রাজ্যে বিশেষ নিবিড় সংশোধন (SIR) প্রক্রিয়া চলাকালীন ফের রাজনৈতিক উত্তেজনা। অভিযোগ, মাথাভাঙ্গার ছাট খাটেরবাড়ি এলাকায় এক বিজেপি বুথ লেভেল এজেন্টকে (BLA) মারধর করে জুতোর মালা পরিয়ে গ্রামে ঘোরানো হয়েছে। ঘটনাকে কেন্দ্র করে এলাকাজুড়ে চাঞ্চল্য ছড়িয়েছে।
সূত্রের খবর, মাথাভাঙ্গা ১ নম্বর ব্লকের পচাগর গ্রাম পঞ্চায়েতের ছাট খাটেরবাড়ি এলাকায় বৃহস্পতিবার SIR প্রক্রিয়ায় অংশ নিতে যান বিজেপির বি.এল.এ-২। অভিযোগ, সেখানেই তৃণমূলের কিছু কর্মী তাঁকে ঘিরে ধরে অপমান করেন ও জুতোর মালা পরিয়ে গ্রামে ঘোরান। পরে তাঁকে মারধরও করা হয় বলে দাবি স্থানীয় বিজেপি নেতৃত্বের।
ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় মাথাভাঙ্গা থানার পুলিশ। উত্তেজনা এড়াতে এলাকায় মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশবাহিনী। যদিও অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছে তৃণমূল কংগ্রেস। দলের দাবি, বিজেপি এলাকায় বিভাজনমূলক রাজনীতি ছড়াতে চাইছে, তাই নাটক সাজিয়ে প্রচার চালানো হচ্ছে।
পুলিশ জানিয়েছে, অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে। ঘটনার জেরে রাজনৈতিক মহলে নতুন করে সরগরম মাথাভাঙ্গা মহকুমা।



















