নিজস্ব সংবাদদাতা ২৪ নভেম্বর ২০২০: একটি এলপিজি গ্যাস সংস্থায় করোনা আবহে কর্মী ছাঁটাইয়ের প্রতিবাদ জানিয়ে শিলিগুড়িতে সিটুর পক্ষ থেকে বিক্ষোভ ও মিছিল করা হয়। মঙ্গলবার সীটুর কর্মী সমর্থকরা একটি মিছিল করে এসে ওই গ্যাস সংস্থার অফিসের সামনে বিক্ষোভে সামিল হয়।
তাদের অভিযোগ গত প্রায় চারমাস আগে এই ইউনিটে একটি ইউনিয়ান করা হয়। এরপরই মালিক যারা ইউনিয়নে সামিল হয় তাদের কাজ থেকে বসিয়ে দেওয়া হয়েছে। বিভিন্নভাবে বোঝানোর পরও মালিক ছাঁটাই করা কর্মীদের কাজে পুনর্বহাল করেনি। তারা চায় অবিলম্বে কর্মীদের পুনর্বহাল করে তারপর আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করা হোক।
আরও পড়ুন…সন্তানকে বিষ খাইয়ে আত্মঘাতী মা
তা না হলে আগামীতে বৃহত্তর আন্দোলনে নামা হবে বলে তারা হুশিয়ার দিয়েছে তাঁরা।