আতঙ্কে হুড়োহুড়ি যাত্রীদের ! দমদম থেকে কবি সুভাষগামী মেট্রোয় ধোঁয়া

আতঙ্কে হুড়োহুড়ি যাত্রীদের ! দমদম থেকে কবি সুভাষগামী মেট্রোয় ধোঁয়া

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

আতঙ্কে হুড়োহুড়ি যাত্রীদের ! দমদম থেকে কবি সুভাষগামী মেট্রোয় ধোঁয়া, শহর কলকাতায় ফের মেট্রো বিপত্তি। দমদম থেকে কবি সুভাষ যাওয়ার একটি মেট্রোর (Kolkata Metro) রেকের নীচ থেকে ধোঁয়া বেরোতে দেখা যায়। শুক্রবার দুপুর ১২টা ২৩ মিনিট নাগাদ এই অঘটনটি -ঘটে। সেই সময় কবি সুভাষগামী মেট্রোর (Dumdum – Kavi Subhas) রেকটি রবীন্দ্রসদন মেট্রো স্টেশনে (Rabindra Sadan Metro Station) দাঁড়িয়ে ছিল। ঘটনার জেরে মেট্রোর যাত্রীদের মধ্যে চরম আতঙ্কের পরিস্থিতি তৈরি হয়। তড়িঘড়ি যাত্রীদের মেট্রো থেকে নামিয়ে আনা হয় এবং মেট্রোর ওই রেকটিকে অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়া হয়। মেট্রোয় এই ধোঁয়া বিভ্রাটের জেরে বেশ কিছুক্ষণ ব্যাহত হয় পরিষেবা। যদিও প্রায় ১৫-২০ মিনিটের মধ্যেই মেট্রোর রেকটিকে অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়া হয় এবং বর্তমানে স্বাভাবিক রয়েছে মেট্রো (Metro)চলাচল।

 

 

 

রবীন্দ্র সদন স্টেশনে মেট্রোর রেকে ধোঁয়া ঘিরে আতঙ্ক। শুক্রবার দুপুর ১২টা ২৩ মিনিট নাগাদ রবীন্দ্র সদন স্টেশনে দক্ষিণেশ্বর-কবি সুভাষগামী মেট্রোর রেকে ধোঁয়া দেখা যায়। রেকটিকে পরে কবি সুভাষ কারশেডে পাঠানো হয়েছে।শুক্রবার দুপুরে মেট্রোয় ধোঁয়ার জেরে যাত্রীদের মধ্যে আতঙ্কের বাতাবরণ তৈরি হয়েছে। যদিও কী কারণে এই সমস্যা তৈরি হল তা এখনও স্পষ্ট নয়। মেট্রোর তরফে বলা হয়েছে, গোটা বিষয়টি খতিয়ে দেখা হবে তারপর ধোঁয়ার কারণ সম্পর্কে জানানো যাবে।

 

আরোও পড়ুন – পানীয় জলে পোকা ও কেঁচো, সোশ্যাল মিডিয়ায় ভিডিও নজরে আসে অভিষেকের,গ্রেফতার ইঞ্জিনিয়ার,

 

মেট্রোয় এই ধোঁয়া বিভ্রাটের জেরে বেশ কিছুক্ষণ ব্যাহত হয় পরিষেবা। যদিও প্রায় ১৫-২০ মিনিটের মধ্যেই মেট্রোর রেকটিকে অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়া হয় এবং বর্তমানে স্বাভাবিক রয়েছে মেট্রো চলাচল। রেকটিকে পরে কবি সুভাষ কারশেডে পাঠানো হয়েছে। কী কারণে ধোঁয়া বেরোচ্ছিল, তা খতিয়ে দেখছেন মেট্রো কর্তৃপক্ষ।

 

 

 

মেট্রোর মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র বলেন, “কবি সুভাষগামী একটি রেকের তলা থেকে মেট্রোকর্মীরাই রবীন্দ্রসদন স্টেশনে ধোঁয়া বেরোতে দেখেন। সুরক্ষার জন্য যাত্রীদের দ্রুত নামিয়ে দেওয়া হয়। ফাঁকা রেকটিকে নিয়ে যাওয়া হয় কারশেডে। মেট্রো চলাচল এখন স্বাভাবিক।” অতীতেও একাধিক বার কলকাতা মেট্রোর রেকে ধোঁয়া ঘিরে আতঙ্ক ছড়িয়েছিল। আবার ধোঁয়া দেখা যাওয়ায় আতঙ্ক ছড়াল যাত্রীদের মধ্যে।

(সব খবর ঠিক খবর, প্রত্যেক মুহূর্তে ফলো করুন Facebook পেজ এবং Youtube)

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top