রাষ্ট্রপতি  রামনাথ কোবিন্দের বিরুদ্ধে এবার তোপ দাগলো সমাজবাদী পার্টি (Socialist Party)

রাষ্ট্রপতি  রামনাথ কোবিন্দের বিরুদ্ধে এবার তোপ দাগলো সমাজবাদী পার্টি (Socialist Party)

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram
Socialist Party
রাষ্ট্রপতি  রামনাথ কোবিন্দের বিরুদ্ধে এবার তোপ দাগলো সমাজবাদী পার্টি  (Socialist Party)
ছবি সংগ্রহে সাইন টিভি

 

রাষ্ট্রপতি  রামনাথ কোবিন্দের বিরুদ্ধে এবার তোপ দাগলো সমাজবাদী পার্টি (Socialist Party) ।  রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের বিরুদ্ধে  একের পর এক তোপ দাগতে শুরু করেছে সমাজাবাদী পার্টি (Socialist Party) । চাঞ্চল্যকর অভিযোগ তোলা হয়েছে খোদ রাষ্ট্রপতির বিরুদ্ধে।

 

সমাজবাদী পার্টির নেতা  অখিলেশ শিবিরের দাবি উত্তরপ্রদেশ সফরে গিয়ে নাকি বিজেপি নেতাদের মতো ঘুরে বেড়াচ্ছেন রাষ্ট্রপতি। যা নিয়ে  দু-পক্ষের মধ্যে চলছে ব্যাপক কাদা ছোঁড়াছুড়ি। এদিকে উত্তরপ্রদেশের সমাজবাদী পার্টির (Socialist Party) নেতাদের দাবি রাষ্ট্রপতি এমন সব প্রকল্পের সূচনা করছেন তাতে সরাসরি সুবিধা হবে বিজেপির।

 

সমাজবাদী পার্টির ধারণা, রাম মন্দিরের শহরে রাষ্ট্রপতির এই সফর উত্তরপ্রদেশের রাজনীতিতে বড়সড় প্রভাব ফেলবে, ভোট বাক্সেও লাভ হবে বিজেপির।  সমাজবাদী পার্টির নেতাদের দাবি,  একজন রাষ্ট্রপতি হিসাবে দলীয় স্বার্থের উর্ধ্বে উঠেই কাজ করা উচিত কোবিন্দের।

 

উল্লেখ্য, বর্তমানে ৪ দিনের উত্তরপ্রদেশ সফরে রয়েছেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। চারদিনের সফরে বেশ কিছু কর্মসূচি রয়েছে তাঁর। তাঁর শঙ্গে সরকারি কর্তাব্যক্তি ছাড়াও সর্বদাই দেখা মিলছে বিজেপর শীর্ষ স্থানীয় নেতৃত্বকে। আর তাতেই চাপ বেড়েছে সমাজবাদী পার্টির(Socialist Party)  উপর।

 

বিজেপির  দাবি  আসন্ন ভোটে ‘নিশ্চিত হার’ তা জেনেই চাপে পড়ে গিয়েছে সপা। চাপ সহ্য করতে না পেরেই তারা ‘ভুল’ বকছে।  এদিকে রাষ্ট্রপতির সফরের মধ্যেই সবথেকে উল্লেখযোগ্য হল রবিবার তিনি ট্রেনে করে লখনউ থেকে অযোধ্যা যাত্রা করবেন। ভারতের ইতিহাসে রাষ্ট্রপতির এই ধরনের ট্রেন যাত্রা কার্থ বেনজির বলেই মনে করছে ওয়াকিবহাল মহল। এমনকী অযোধ্যায় গিয়েও বেশ কিছু প্রকল্পের সূচনা করার কথা রয়েছে তাঁর। আর এখানেই চটেছে বিরোধীরা।

 

তবে  বিরোধীদের সেইসব অভিযোগে পাত্তা না দিয়ে রাষ্ট্রপতির আপ্যায়নেই মন দিয়ে যোগী শিবির।  এদিকে লখনউয়ের বাবসাহেব ভীমরাও আম্বেদকর বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানের মাধ্য দিয়েই রাষ্ট্রপতি কোবিন্দের চার দিনের সফর শুরু হওয়ার কথা রয়েছে বলেও জানা যাচ্ছে।

 

আর ও পড়ুন    ত্রিপুরায় (Tripura) কি ভাঙনের মুখে বিজেপি?

 

এদিকে সপার বর্ষীয়ান নেতা তথা উত্তরপ্রদেশের প্রাক্তন মন্ত্রী পবন পাণ্ডে রাষ্ট্রপতির সফর নিয়ে চাঁচাছোলা ভাষায় কটাক্ষ করে বলেন ,” রাষ্ট্রপতি যেখানে খুশি যেতে পারেন, তাতে কারও আপত্তি থাকার কথা নয়। কিন্তু বিজেপি তাঁর সফর থেকে রাজনৈতিক সুবিধা নেওয়ার চেষ্টা চালাচ্ছে। আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই এটা ভারতের রাষ্ট্রপতির রাজ্য সফরের বদলে মনে হচ্ছে কোনও বিজেপি নেতা যেন উত্তরপ্রদেশে এসেছেন দলীয় কর্মীদের সঙ্গে দেখা করতে।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top