নিজস্ব সংবাদদাতা,বহরমপুর, ২রা ডিসেম্বর :SOCIETY FOR DEVELOPMENT OF ENGINEERS & ARCHITECTS এর রাজ্য সম্মেলন অনুষ্ঠিত হল বহরমপুরের রবীন্দ্রসদনে। শনিবার ও রবিবার দুদিনের এই সম্মেলনে অংশগ্রহন করে সারা রাজ্যের ইঞ্জিনিয়ারেরা। মূলত কি ভাবে সরকারী সম্পত্তি বাঁচানো যায় এবং রক্ষা করা যায় তা নিয়ে আলোচনা করা হয় এই রাজ্য সম্মেলনে। রবিবার এই সম্মেলনে উপস্থিত ছিলেন সংগঠনের সম্পাদক আর কে সিং, সার্কের ইঞ্জিনিয়ার কে পি সিং, বাংলাদেশের আই ডির বিশিষ্ট প্রতিনিধিরা।
SOCIETY FOR DEVELOPMENT OF ENGINEERS & ARCHITECTS এর রাজ্য সম্মেলন
SOCIETY FOR DEVELOPMENT OF ENGINEERS & ARCHITECTS এর রাজ্য সম্মেলন
Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram