নিউজ ডেস্ক : এবার করোনায় আক্রান্ত হয়েছেন অভিনেতা সোহম চক্রবর্তী। মঙ্গলবার রাতে ই এম বাইপাসের কাছে একটি বেসরকারি হাসপাতালে তাঁকে ভর্তি করা হয়েছে। জানা গিয়েছে বেশ কিছুদিন ধরেই করোনার মৃদু উপসর্গ নিয়ে অসুস্থ ছিলেন অভিনেতা।
এরপরেই করোনা পরীক্ষা করালে সোমবার রিপোর্ট পজেটিভ আসে। তারপরেই হাপাতালে ভর্তি হয়েছেন অভিনেতা। হাসপাতাল সূত্রে জানানো হয়েছে তাঁর অবস্থা স্থিতিশীল রয়েছে। আপাতত পর্যবেক্ষণে রয়েছেন তিনি। এবং অভিনেতার স্ত্রী ও দুই সন্তানের করোনা পরীক্ষা করলেও তাঁদের রিপোর্ট নেগেটিভ এসেছে।
খ্য, অভিনয়ের পাশাপাশি তৃণমূল কংগ্রেসের নেতা হিসাবে দলীয় কার্যালয় সামলাচ্ছিলেন অভিনেতা। করোনা অবফের মধ্যেও একাধিন জেলায় সাংগঠিনক কাজ সভায় অংশ নিয়েছিলেন তিনি।
আরও পড়ুন …বিনামূল্যে অটো পরিষেবা, অভিনব উদ্যোগ অটো চালকদের
রঞ্জিত মল্লিক, কোয়েল মল্লিক,পরিচালক রাজ চক্রবর্তী এর মতন একাধিক বলি তারকা করোনায় আক্রান্ত হয়েছেন।