সোনিয়ার (Sonia) ডাকা ভার্চুয়াল বৈঠকে উপস্থিত থাকলো না সমাজবাদী পার্টি

সোনিয়ার (Sonia) ডাকা ভার্চুয়াল বৈঠকে উপস্থিত থাকলো না সমাজবাদী পার্টি

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram
Sonia
সোনিয়ার (Sonia) ডাকা ভার্চুয়াল বৈঠকে উপস্থিত থাকলো না সমাজবাদী পার্টি
ছবি সংগ্রহে সাইন টিভি

 

কংগ্রেস সভানেত্রী   সোনিয়ার (Sonia)  ডাকা ভার্চুয়াল বৈঠকে ১৯টি বিরোধী দল উপস্থিত থাকলেও উপস্থিত থাকলো না সমাজবাদী পার্টি।  এদিন সোনিয়ার  (Sonia)  ভার্চুয়াল বৈঠকে উপস্থিত ছিলেন তৃণমূল সুপ্রিমো মমতা ব্যানার্জিও। বৈঠকে ছিলেন শরদ পাওয়ার, মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ভব ঠাকরে, ঝাড়খণ্ডেরর মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন, তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন, ফারুক আব্দুল্লার মতো বিরোধী দলের নেতারা। বৈঠকে ছিল কংগ্রেস, তৃণমূল, এনসিপি, ডিএমকে, শিবসেনা, জেএমএম, সিপিআই, সিপিএম, ন্যাশনাল কনফারেন্স, আরজেডি, এআইইউডিএফ, ভিসিকে, লোকতান্ত্রিক জনতা দল, জেডিএস, আরএলডি, আরএসপি, কেরল কংগ্রেস মানি, পিডিপি, আইইউএমএল। তবে এই বৈঠকে ছিল না সমাজবাদী পার্টির কোনও প্রতিনিধি।

 

মূলত কেন্দ্রের   মোদি সরকারের ওপর চাপ বাড়াতে এদিন বৈঠকে বসে  বিরোধী রাজনৈতিক দলগুলি।  ভার্চুয়াল বৈঠকে ২০২৪-এর লোকসভা ভোটের রণনীতি কী হবে তা নিয়ে আলোচনা হয়েছে। সেই সঙ্গে বাদল অধিবেশনে কেন্দ্রের লাগাতার বিল পাশ, এমনকী, বিমা বিল পাশ নিয়ে রাজ্যসভায় কেন্দ্রের আচরণ নিয়েও কথা হয়েছে এই বৈঠকে। পাশাপাশি কৃষকদের লাগাতার বিক্ষোভ, পেগাসাস ইস্যু, দেশের অর্থনীতি, করোনার টিকাকরণ নিয়েও এই বৈঠকে কথা হয়েছে।

 

আরও  পড়ুন    অক্ষয় কুমার (Akshay Kumar) অভিনীত ‘বেল বটম’ সিনেমা নিষিদ্ধ হলো সৌদি আরব, কাতার ও কুয়েতে

 

এদিনের বৈঠকে এটা স্এপষ্ইট হয়ে যায় যে, এই সমস্ত  ইস্যুগুলো নিয়ে আগামী দিনে কেন্দ্রের বিরোধিতায় পথে নামতে চলেছে বিরোধীরা।

 

এদিকে সুত্রের খবর,  বৈঠকে শরদ পাওয়ার রাজ্যের ক্ষমতা খর্ব করার বিষয়টি আলোচনায় এনেছেন। অন্যদিকে, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এবং মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রীর উদ্ভব ঠাকরে অবিজেপি রাজ্যগুলির ওপর কেন্দ্রের দ্বিচারিতার বিষয় সামনে এনেছেন। এই বিষয়গুলি নিয়ে আলোচনা হয়েছে বলে জানান সোনিয়া গান্ধী।

 

বিরোধীদের সঙ্গে এই বৈঠকে  বিজেপি বিরোধী জোটের পক্ষে সওয়াল করেছেন সোনিয়া (Sonia)  গান্ধী। সূত্রের খবর তিনি বলেন, ‘২০২৪-কে সামনে রেখে এগোতে হবে।

 

উল্লেখ্য, এদিনের বৈঠকে  কেন্দ্রের   মোদি সরকারের ওপর চাপ বাড়াতে এদিন বৈঠকে বসে  বিরোধী রাজনৈতিক দলগুলি।  ভার্চুয়াল বৈঠকে ২০২৪-এর লোকসভা ভোটের রণনীতি কী হবে তা নিয়ে আলোচনা হয়েছে। সেই সঙ্গে বাদল অধিবেশনে কেন্দ্রের লাগাতার বিল পাশ, এমনকী, বিমা বিল পাশ নিয়ে রাজ্যসভায় কেন্দ্রের আচরণ নিয়েও কথা হয়েছে এই বৈঠকে। পাশাপাশি কৃষকদের লাগাতার বিক্ষোভ, পেগাসাস ইস্যু, দেশের অর্থনীতি, করোনার টিকাকরণ নিয়েও এই বৈঠকে কথা হয়েছে।

 

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top