নিউজ ডেস্ক ১৯ অক্টোবর ২০২০: বার বার কেন্দ্রকে দোষারোপ করছেন সোনিয়া গান্ধী। করোনা পরিস্থিতিতে কৃষির হাল বেহাল। বিপাকে পরেছেন হাজারও কৃষকশ্রেণীর মানুষ। এসবের জেরে তলানিতে ঠেকেছে অর্থনীতি আর এসব ঘটনাকে কেন্দ্র করে মোদী সরকারকে কাঠগড়ায় তুলেছেন সোনিয়া গান্ধী।
পরিকল্পনার অভাবে দেশে করোনার এরকম অবস্থা ছড়িয়েছে। আগামী দিনে কাজের কর্মসূচী নিয়ে আলাপ আলোচনা করতে রবিবারের বৈঠকে বসেছিলেন সোনিয়া গান্ধী। সেখানেই তিনি বলেন, “প্রধানমন্ত্রী বলেছিলেন ২১ দিনে করোনা পরিস্থিতির উন্নতি হবে। তবে তা হয়নি।
আরও পড়ুন… হাতির দাঁত সহ আটক সাত
উপরুন্তু এই পরিস্থিতিতে কর্মহীন হয়ে পরেছে ১৪ কোটি মানুষ”। এর পাশাপাশি কর্পোরেটদের দেখতে গিয়ে কৃষকদের জীবন আন্ধকারে ঠেলে দিচ্ছেন কেন্দ্রীয় সরকার,এমনই অভিযোগ করেছেন সভানেত্রী।