2024 এর লক্ষ্যে  বিরোধীদের সঙ্গে বৈঠক ডাকলেন কংগ্রেসের Soniya Gandhi

2024 এর লক্ষ্যে  বিরোধীদের সঙ্গে বৈঠক ডাকলেন কংগ্রেসের Soniya Gandhi

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram
soniagandhi
2024 এর লক্ষ্যে  বিরোধীদের সঙ্গে বৈঠক ডাকলেন Soniya Gandhi
ছবি সংগ্রহ ; সাইন টিভি

লক্ষ্য 2024 এর লক্ষ্যে  বিরোধীদের সঙ্গে বৈঠক ডাকলেন কংগ্রেসের Soniya Gandhi!‌ বিরোধীদের টানতে ২০শে মমতা, শারদের সঙ্গে ভার্চুয়াল বৈঠকে Soniya Gandhi  মুম্বইতে শারদ পাওয়ারের বাড়িতে গত জুন মাসে প্রাথমিক পর্যায়ের বৈঠকে বসেছিলেন বিরোধী নেতারা। গত মাসে দিল্লি গিয়ে মমতা এক দফা সাক্ষাৎ করেন হেভিওয়েট বিরোধী নেতাদের সঙ্গে। ২০ আগস্ট মমতা ব্যানার্জি, শারদ পাওয়ারদের সঙ্গে ফের আলোচনায় বসবেন Soniya Gandhi।

 

আমন্ত্রণ জানানো হয়ে কংগ্রেস এবং বিরোধী দলের মুখ্যমন্ত্রীদেরও। ভার্চুয়াল মাধ্যমে হবে বৈঠক। খবর, রাহুলের প্রাতরাশ বৈঠকের পর আরও একবার দিল্লিতে বিরোধী নেতাদের নিয়ে মধ্যাহ্ন বা নৈশভোজের বৈঠকে বসতে চায় কংগ্রেস। তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়  জানিয়েই দিয়েছিলেন, এবার থেকে মাঝেমধ্যেই বৈঠকে বসবেন বিরোধীরা। দরকারে তিনি মাসে এক বার দিল্লি আসতেও প্রস্তুত।

 

এবার তৃণমূল সুপ্রিমোর সেই কথাই ফলতে চলেছে। জানা গিয়েছে, মমতা, শারদ পাওয়ার ছাড়াও সোনিয়ার বৈঠকে আমন্ত্রণ পেয়েছেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে, তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্টালিন, ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন। শিবসেনা নেতা সঞ্জয় রাউত জানিয়ে দিয়েছেন, ২০ আগস্টের ওই বৈঠকে যোগ দেবেন উদ্ধব।

 

 

View this post on Instagram

 

A post shared by Sonia Gandhi (@iamsoniagandhi)

তাঁর কথায়, ‘‌বিরোধীরা এখন একজোট’‌। কংগ্রেস সুত্রে খবর, মোদি সরকারের সামনে বিরোধী ঐক্য তুলে ধরতেই এই পদক্ষেপ করছেন কংগ্রেস সভানেত্রী Soniya Gandhi। এদিন সংসদে মিছিল করেন বিরোধীরা। তার আগে কংগ্রেস সাংসদ মল্লিকার্জুন খাড়্গের দপ্তরে বসে বৈঠকও কেন। সম্প্রতি কংগ্রেস নেতা কপিল সিবালের বাড়িতে বৈঠকে বসেন বিরোধীরা।

আর ও পড়ুন ;  ২১এর ভোটে হেরেও TMC-কে টেক্কা দিলো CP(I)M, কীভাবে?

তৃণমূল, শিবসেনা, সপা, এনসির শীর্ষনেতারা থাকলেও ছিলেন না গান্ধী পরিবারের কেউ। সেই নিয়ে কথাও ওঠে। অনেকে মনে করছিলেন, কংগ্রেসের অন্দরেই হয়তো ফাটল ধরেছে। সেসব জল্পনা উড়িয়েই এবার বিরোধীদের ফের এক ছাতার তলায়  নিয়ে আসতে বৈঠক ডাকলেন খোদ Soniya Gandhi। আর এই বৈঠক ডাকার পরেই স্বাভাবিকভাবেই ফের বিরোধীরা চাঙ্গা হতে শুরু করে দিয়েছেন।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top