
বিষ্ণুপুর পুরসভায় কোটি কোটি টাকার টেন্ডার দুর্নীতি কান্ডে গ্রেফতার হওয়ার পর পুলিশ হেফাজতে থাকা রাজ্যের প্রাক্তন মন্ত্রী শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের সঙ্গে দেখা করলেন সৌমিত্র খাঁ । বুধবার ভাজপা সাংসদ সৌমিত্র খাঁ (Soumitra Kha) বেলা ১২ টা ৪৫ মিনিট নাগাদ বিষ্ণুপুর থানায় গিয়ে দেখা করেন শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের সঙ্গে । প্রায় কুড়ি মিনিট দু’জনের মধ্যে কথাও হয় । পরে বিষ্ণুপুর থানা থেকে বেরিয়ে এসে সাংসদ সৌমিত্র খাঁ (Soumitra Kha) বলেন, “ শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের নেতৃত্বে দীর্ঘদিন রাজনীতি করেছি ।
২০১১ সালে তাঁর সহযোগিতায় আমি বিধায়ক হয়েছিলাম । আমি বেইমান নই । সেজন্য শ্যামাপ্রসাদ বাবুর সঙ্গে দেখা করতে এসেছিলাম । শ্যামাপ্রসাদ বাবু দুর্নীতি করেছেন কিনা জানিনা । আমার ধারণা তিনি রাজনীতির শিকার । এই বয়সে তাঁকে গ্রেফতার না করে আইনী নোটিশ পাঠিয়ে পুলিশ তদন্ত করলে ভালো হত । শ্যামাপ্রসাদ বাবু ব্যাক্তিগত ভাবে আমার কাছে আইনী সহযোগিতা চাইলে আমি ব্যাক্তিগত ভাবে আইনজীবী দিয়ে তাঁকে আইনি সহযগিতা করব” ।
আর ও পড়ুন – অসামাজিক কাজকর্মের আখড়া চাঁচলের অর্ধসমাপ্ত স্টেডিয়াম (Stadium), অভিযোগ বাসিন্দাদের
শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের সঙ্গে বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ র (Soumitra Kha) এই সাক্ষাৎ নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা । তৃনমূলের বিষ্ণুপুর সাংগঠনিক জেলা সভাপতি আলোক মুখোপাধ্যায় বলেন, “ শুনেছি পুলিশের জিজ্ঞাসাবাদের মুখে শ্যামাপ্রসাদ বাবু এই দূর্নীতির সঙ্গে যুক্ত কয়েকজনের নাম পুলিশকে জানিয়েছেন । এই ঘটনায় যাতে নিজেদের নাম যাতে জড়িয়ে না যায় তা নিশ্চিত করতেই সাংসদ থানায় গিয়ে শ্যামাপ্রসাদ বাবুর সঙ্গে দেখা করেছেন ।
কেন্দ্রের প্রভাব খাটাতেই সাংসদ এদিন থানায় গিয়েছিলেন । আইন আইনের পথে চলবে । নিশ্চিত ভাবেই দোষী ব্যাক্তিরা সাজা পাবেন” । এদিকে পুরসভার টেন্ডার দুর্নীতি কান্ডে যুক্ত থাকার অভিযোগে মঙ্গলবার রাতে বিষ্ণুপুর থানার পুলিশ আরো এক ব্যাক্তিকে গ্রেফতার করেছে ।
আর ও পড়ুন – শ্যামাপ্রসাদ মুখার্জীর (Shyamaprasad Mukherjee) সম্পত্তি ও আর্থিক লেনদেনের তথ্য পেতে মরিয়া তদন্তকারীরা
ধৃত ব্যাক্তির নাম দিলীপ গরাই । জানা গেছে বিষ্ণুপুর পুরসভায় দীর্ঘদিন ধরে তিনি ওভারশিয়ার পদে নিযুক্ত ছিলেন । বুধবার তাঁকে বিষ্ণুপুর মহকুমা আদালতে পেশ করলে আদালত তাঁকে তিন দিন পুলিশ হেফাজতে রাখার নির্দেশ দেয় । পুরসভার টেন্ডার সংক্রান্ত বিষয়ে তাঁকে নিজেদের হেফাজতে নিয়ে পুলিশ জিজ্ঞাসাবাদ করতে পারে বলে পুলিশ সূত্রে জানা গেছে ।