সৌরভের বায়োপিকে কোন অভিনেতাকে দেখা যাবে দাদার চরিত্রে?

সৌরভের বায়োপিকে কোন অভিনেতাকে দেখা যাবে দাদার চরিত্রে?

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

সৌরভের বায়োপিকে কোন অভিনেতাকে দেখা যাবে দাদার চরিত্রে? নিজের জীবন নিয়ে চলচ্চিত্র হোক সায় ছিল না সৌরভ গঙ্গোপাধ্যায়ের। তবে বছর দুই আগে রাজি হয়েছেন জীবনীচিত্র নির্মাণে। তার পর থেকেই বিভিন্ন সময় উঠে সময় একাধিক অভিনেতার নাম। এর মাঝে যে অভিনেতার নাম বার বার এসেছে, তিনি রণবীর কপূর। একবারে প্রথমে বার কয়েক হৃতিকের নামও শোনা গিয়েছে। যদিও সেটা ছিল ক্ষণিকের গুঞ্জন। সৌরভের বায়োপিকে (Sourav Ganguly) উঠে আসবে তাঁর ক্রিকেট জীবনের ওঠাপড়া। তাঁর জীবনের ওঠানামা, বিতর্ক, কামব্যাক— সবই থাকবে সে ছবিতে। শোনা যাচ্ছে, চিত্রনাট্যের বিষয়ে বিশেষ সাবধানী সৌরভ। কিন্তু কাকে দেখা যাবে ‘দাদা’-র চরিত্রে, সেই নিয়ে উৎসাহ রয়েছে দর্শকেরও। শোনা যাচ্ছে, শেষমেশ নাকি চূড়ান্ত হয়েছে নাম। তবে রণবীর কপূর নন, ‘দাদা’ চরিত্রে দেখা যাবে এক পঞ্জাবি অভিনেতাকে।

 

 

 

 

 

ভারতীয় ক্রিকেট দলের অধিনায়কদের মধ্যে সৌরভের আগে মহেন্দ্র সিংহ ধোনি থেকে বিতর্কিত অধিনায়ক মহম্মদ আজহারউদ্দিনের জীবন চিত্রায়িত হয়েছে বড় পর্দায়। বক্স অফিসে সাফল্যের নিরিখে দেখলে ধোনির বায়োপিক (Biopic) ‘হিট’ হয়েছিল। স্বাভাবিক ভাবেই উৎসাহ রয়েছে ‘দাদা’র বায়োপিক নিয়ে। সূত্রের খবর, সৌরভের (Sourav Ganguly) চরিত্রে দেখা যাবে আয়ুষ্মান খুরানাকে। ছবিটি পরিচালনার দায়িত্বে থাকবে রজনীকান্তের মেয়ে ঐশ্বর্যা রজনীকান্ত। দক্ষিণের বেশ কয়েকটি ছবি করেছেন তিনি। গত বছর দাদার বাড়িতেও আসেন ঐশ্বর্যা। তা হলে শেষমেশ কী ঐশ্বর্যা ও আয়ুষ্মানের কাঁধেই থাকছে এই গুরুভার? তার আনুষ্ঠানিক ঘোষণা হয়নি এখনও।

 

 

আরও পড়ুন-  কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগদানের ২৪ ঘণ্টার মধ্যেই রাজ্য পুলিশের নিরাপত্তা পেলেন বিধায়ক…

 

 

বড় পর্দায় দাদা হতে চলেছেন কে? এই নিয়ে জল্পনার অন্ত নেই। তবে এবার নাকি সব পাকাপাকি হয়েছে। সৌরভের (Sourav Ganguly) চরিত্রে দেখা যাবে এক জনপ্রিয় অভিনেতাকে।সূত্রের খবর, সৌরভের চরিত্রে দেখা যাবে আয়ুষ্মান খুরানাকে তবে আনুষ্ঠানিক ঘোষণা হয়নি এখনও।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top