বিশ্বকাপের জন্য বিশেষ কমিটি গঠন সিএবির, ১২ সদস্যের মধ্যে রয়েছেন সৌরভ গঙ্গোপাধ্যায়। সিএবির (CAB) অ্যাপেক্স কাউন্সিলের বৈঠকেই সিদ্ধান্ত। আয়োজক কমিটিতে থাকার ব্যাপারে সম্মতি জানান সৌরভ (Sourav Ganguly)। এর আগে ২০১৬ টি-২০ বিশ্বকাপের সময় সিএবির (CAB) প্রেসিডেন্ট ছিলেন। বিশ্বকাপের মতো মেগা ইভেন্টে সৌরভের (Sourav Ganguly) অভিজ্ঞতা অনেক গুরুত্বপূর্ণ হবে। সেই জন্যই বিশ্বকাপের কমিটিতে শুরু থেকেই সৌরভকে (Sourav Ganguly) রাখার সিদ্ধান্ত নেয় সিএবি (CAB)। অবশেষে সিএবির (CAB) প্রস্তাবে সায় দিয়েছেন সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly)। সৌরভ গঙ্গোপাধ্যায় ছাড়াও ১২ জনের কমিটিতে আছেন অভিষেক ডালমিয়া। দীর্ঘদিন সিএবির (CAB) প্রেসিডেন্ট ছিলেন। ২০১৬ টি ২০ বিশ্বকাপের সময় সিএবির সচিব ছিলেন তিনি। ওডিআই (ODI) বিশ্বকাপের মোট পাঁচটি ম্যাচ আয়োজন করবে সিএবি (CAB)। গ্রুপ পর্বের চারটি ম্যাচ ছাড়া হাইভোল্টেজ সেমিফাইনাল খেলা হবে ইডেন গার্ডেন্সে।
১২ সদস্যের কমিটিতে রয়েছেন প্রাক্তন সিএবি (CAB) প্রেসিডেন্ট। ওডিআই (ODI) বিশ্বকাপের মোট পাঁচটি ম্যাচ আয়োজন করবে সিএবি (CAB) । গ্রুপ পর্বের চারটি ম্যাচ ছাড়া হাইভোল্টেজ সেমিফাইনাল খেলা হবে ইডেন গার্ডেন্সে। ক্রিকেটের এই মহাযজ্ঞ সুষ্ঠভাবে উতরে দিতে কমিটি গঠন করা হয়েছে। যেখানে সৌরভ গঙ্গোপাধ্যায়ের (Sourav Ganguly) অভিজ্ঞতা কাজে লাগবে বাংলা ক্রিকেট (Cricket) সংস্থার।
আরও পড়ুন – ইসরোর সাফল্যে উচ্ছ্বসিত মোদী, ভারতবাসীর জন্য পাঠালেন শুভেচ্ছাবার্তা
সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly) বর্তমানে ভারতীয় ক্রিকেট বোর্ড বা সিএবির (CAB) কোনও পদে নেই। তবে বিশ্বকাপের জন্য বাংলা ক্রিকেট সংস্থার গঠিত কমিটিতে সৌরভকে (Sourav Ganguly) থাকার অনুরোধ করা হয়। কমিটিতে সৌরভের (Sourav Ganguly) মতো অভিজ্ঞ প্রশাসক থাকাটা সিএবিকে (CAB) বাড়তি আত্মবিশ্বাস দেবে। শোনা যাচ্ছিল, সরকারি ভাবে না থাকলেও সৌরভের (Sourav Ganguly) মতামতকে গুরুত্ব দেওয়া হতে পারে। যদিও তার প্রয়োজন পড়ছে না।
( সব খবর, ঠিক খবর , প্রত্যেক মুহূর্তে ফলো করুন Facebook পেজ এবং Youtube)