নিজস্ব সংবাদদাতা নিজস্ব সংবাদদাতা ২১ অক্টোবর ২০২০ কোলকাতা: গতকাল রাতে বেহালা বড়িশা প্লেয়ারস কর্নারে প্রদীপ জ্বালিয়ে দুর্গাপুজো উদ্বোধন করলেন সৌরভ গাঙ্গুলী। 48 তম বর্ষের ফিতে কাটলেন দেবাশীষ গাঙ্গুলী সৌরভের কাকা।
উপস্থিত ছিলেন স্নেহাশিস গাঙ্গুলি এবং পাড়ার অন্যান্য সদস্যরা। সমস্ত রকম সরকারি নিয়ম ও হাইকোর্টের নির্দেশ মেনে দূরত্ব বজায় রেখে দর্শকদের প্রতিমা দর্শন করতে দেওয়া হবে এখানে। দর্শক সাধারণের জন্য মণ্ডপে নো-এন্ট্রি বোর্ড এবং ডু নট ক্রস লাইন করে দেওয়া হয়েছে এখানে।
আরও পড়ুন…পদ্মের ফলন নেই, মাথায় হাত দুর্গা পরিবারের
মহারাজা বললেন, এবারে যেন পুজো সবাই বাড়িতে বসেই উপভোগ করে, কিছু হলে আর কিছু করার থাকবে না। এর পাশাপাশি তিনি জানান সবাই যেন খুব সাবধানে থাকে পুজো আবার সামনের বছর আসবে আর কোভিড ও চলে যাবে।