সৌরভ বাছলেন অভিনেতা! সৌরভ গঙ্গোপাধ্যায়ের বায়োপিকের চরিত্রে অভিনয় কে করবেন?

সৌরভ বাছলেন অভিনেতা! সৌরভ গঙ্গোপাধ্যায়ের বায়োপিকের চরিত্রে অভিনয় কে করবেন?

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

সৌরভ বাছলেন অভিনেতা! সৌরভ গঙ্গোপাধ্যায়ের বায়োপিকের চরিত্রে অভিনয় কে করবেন? ভারতীয় ক্রিকেটের এক বর্ণময় চরিত্র সৌরভ গঙ্গোপাধ্যায়। উত্থান-পতনের মধ্যে দিয়ে গিয়েছে তাঁর ক্রিকেটজীবন। কেরিয়ারে রয়েছে বিতর্কও। বায়োপিকের চরিত্রে অভিনয় কে করবেন? প্রথম দিন থেকেই একটা নাম ভাসছিল। সেটা রণবীর কাপুর (Ranbir Kapoor)। সৌরভ ব্যক্তিগত ভাবেও পছন্দ করেন রণবীরকে। এছাড়া মহারাজের অন্যতম প্রিয় নায়ক হৃত্বিক রোশনও। তবে বেহালার বাঁ-হাতির চরিত্রে রণবীর কাপুরের নাম প্রথম দিন থেকেই শোনা যাচ্ছিল। আবারও সেই নামটা প্রবল ভাবে জোরালো হল। ভারতের প্রাক্তন অধিনায়কের বায়োপিকের চরিত্রে অভিনয় করতে পারেন রণবীর। যদিও এখনও কিছুই চূড়ান্ত হয়নি। বায়োপিকের কাজে মাঝে মধ্যেই মুম্বই যাচ্ছেন মহারাজ। নিজের স্ক্রিপ্টও বেশ খুটিয়ে খুটিয়ে দেখে নিচ্ছেন সৌরভ। যে কোনও কাজই গুছিয়ে করতে চান। এক্ষেত্রে ব্যতিক্রম নন মহারাজ। মাঝে বেশ কয়েকদিন অস্ট্রেলিয়া, ইংল্যান্ডে ছুটি কাটিয়ে শহরে ফিরেছেন সৌরভ।

 

 

 

ভারতীয় ক্রিকেটের এক বর্ণময় চরিত্র সৌরভ গঙ্গোপাধ্যায়। উত্থান-পতনের মধ্যে দিয়ে গিয়েছে তাঁর ক্রিকেটজীবন। কেরিয়ারে রয়েছে বিতর্কও। তবে সব বাধা, বিতর্ককে ছাপিয়ে গিয়েছেন মহারাজকীয় ঢংয়ে। সৌরভের চরিত্রে অভিনয়ের জন্য অনেকের নামই ভাসছিল। তবে প্রথম দিন থেকে দৌড়ে অবশ্যই এগিয়ে ছিলেন রণবীর কাপুর। ক্রিকেটজীবন থেকে অবসরের পর প্রশাসকের ভূমিকায় অবতীর্ণ হন সৌরভ। সিএবি সভাপতি হওয়ার পর ভারতীয় ক্রিকেট বোর্ডের মসনদেও বসেন মহারাজ। ২০১৯ সালে বিসিসিআইয়ের সভাপতি হন সৌরভ। তাঁর সভাপতিত্বেও রয়েছে ঘটনার ঘনঘটা। মূলত ক্রিকেটজীবনের কাহিনিই তোলা থাকবে বায়োপিকে। তবে ক্রিকেটজীবনের বাইরের কিছু ঘটনাও নাকি থাকছে স্ক্রিপ্টে। লর্ডসের ব্যালকনিতে জার্সি ওড়ানো, টস করতে এসে অজি অধিনায়ক স্টিভ ওয়াকে দাঁড় করিয়ে রাখার ঘটনা ভারতীয় ক্রিকেটে মিথ হয়ে গিয়েছে। এ রকম রংদার বিভিন্ন ঘটনা তুলে ধরা হবে মহারাজের বায়োপিকে।

 

 

আরও পড়ুন – মিমির খাবারে চুল, ক্ষুব্ধ মিমি! অভিযোগ জানানোর পরও কোনও হেলদোল নেই বিমানসংস্থার

 

শনিবার শহরে আসার কথা বলিউড সুপারস্টার রণবীর কাপুরের। শোনা যাচ্ছে, কলকাতায় এসে সৌরভ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে দেখা করতে পারেন তিনি। সব কিছু ঠিকঠাক চললে, ইডেন গার্ডেন্সে হয়তো সৌরভ-রণবীরের সাক্ষাৎ হতে পারে। আর তাতেই জল্পনা আরও তুঙ্গে। মহারাজের শহরে এসেই কি বায়োপিকের ডিল ফাইনাল করে ফেলবেন রণবীর কাপুর? সেটা অবশ্য সময়ই বলবে। ৮ মার্চ একটি রণবীর কাপুরের একটি সিনেমা মুক্তি পাচ্ছে। তারই প্রোমোশনে শহরে আসার কথা বলি তারকার।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top