স্পেন ও বাংলা সাহ্যিতের নতুন ভাবনার জন্য স্বাক্ষরিতে হলো মৌ চুক্তি

স্পেন ও বাংলা সাহ্যিতের নতুন ভাবনার জন্য স্বাক্ষরিতে হলো মৌ চুক্তি

গত মঙ্গলবার স্পেন সফরে গিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।  রাজ্যে লগ্নি টানতে মুখ্যমন্ত্রীর এই বিদেশ সফর।  পাশাপাশি বাংলার সাহিত্যচর্চা বিদেশের মাটিতে প্রসারের জন্যও উদ্যোগী তিনি। মুখ্যমন্ত্রীর সঙ্গে স্পেন সফরে গিয়েছেন কলকাতা আন্তর্জাতিক বইমেলার আয়োজক পাবলিশার্স অ্যান্ড বুক সেলার্স গিল্ডের সভাপতি ত্রিদিব চট্টোপাধ্যায়ও। বৃহস্পতিবার মাদ্রিদ বইমেলার সঙ্গে বৈঠক করেছে গিল্ড। দু’পক্ষের মধ্যে একটি মৌ চুক্তি হয়েছে। শুধু বাংলায় বিনিয়োগ টানাই নয়, এর পাশাপাশি বাংলার সাহিত্যচর্চা বিদেশের মাটিতে প্রসারের জন্যও উদ্যোগী মমতা। মুখ্যমন্ত্রীর সঙ্গে স্পেন সফরে গিয়েছেন কলকাতা আন্তর্জাতিক বইমেলার আয়োজক পাবলিশার্স অ্যান্ড বুক সেলার্স গিল্ডের সভাপতি ত্রিদিব চট্টোপাধ্যায়ও। বৃহস্পতিবার মাদ্রিদ বইমেলার সঙ্গে বৈঠক করেছে গিল্ড। দু’পক্ষের মধ্যে একটি মৌ চুক্তিও স্বাক্ষর হয়েছে। এর ফলে আগামী দিনে বাংলা সাহিত্য ও স্প্যানিশ সাহিত্য এবং সংস্কৃতির আদান প্রদানের পথ আরও মসৃণ হল বলেই মনে করছেন ওয়াকিবহাল মহল।

আরও পড়ুনঃ “ঠাকুর ঘরে কে, আমি তো কলা খায়নি,” ধর্মেন্দ্রর কটাক্ষের পাল্টা শশী পাঁজা




বৃহস্পতিবারের এই মৌ চুক্তির ফলে আগামী দিনে বাংলার সাহিত্য ও স্পেনের সাহিত্যের প্রচার ও বিপণন, দুই জায়গার বই সম্পর্কিত বিভিন্ন তথ্য ও সংস্কৃতির সঙ্গে আরও নিবিড় হওয়ার জন্য বইপ্রেমীরা একটি নতুন মঞ্চ পাবে বলেই আশাবাদী রাজ্য সরকার। একইসঙ্গে বাংলা ও স্পেন উভয় জায়গার প্রকাশকরাও আরও বৃহত্তর একটি মঞ্চ পাবে বলেও মনে করছে রাজ্য। পশ্চিমবঙ্গ ও স্পেনের বই প্রকাশকদের নিয়ে একটি যুগ্ম কমিটিও গঠন করার বিষয়ে আলোচনা হয়েছে গতকাল, যাতে সাহিত্যচর্চার ক্ষেত্রে দ্বিপাক্ষিক সমন্বয় আরও ভাল ভাবে রূপায়িত হয়। সর্বোপরি এই ধরনের উদ্যোগ বই পড়ার প্রতি মানুষের আগ্রহকে আরও বাড়াবে বলেও মনে করছে দুই পক্ষই।

 

 

উল্লেখ্য, সাহিত্যচর্চা নিয়ে বাংলার ও বাঙালির পরিচিতি গোটা বিশ্বে। বিদেশি সাহিত্যের কদরও বাংলায় যথেষ্ট। এর আগে কলকাতা আন্তর্জাতিক পুস্তকমেলায় ২০১৩ সালে থিম কান্ট্রি করা হয়েছিল স্পেনকে। স্পেনের বিভিন্ন সাহিত্য-সৃষ্টিকে বিভিন্ন সময়ে ধরা হয়েছে কলকাতা বইমেলায়। আর এবার বাংলা ও স্পেনের সাহিত্যের এই বন্ধনকে আরও সুদৃঢ় করতে আগ্রহী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গতকাল কলকাতা বইমেলার আয়োজক পাবলিশার্স অ্যান্ড বুক সেলার্স গিল্ড ও মাদ্রিদ বইমেলার সঙ্গে ওই বৈঠকে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ্য উপদেষ্টা আলাপণ বন্দ্যোপাধ্যায়ও।

en.wikipedia.org