শনিবার গভীর রাতে স্পেশাল ট্রেন, ভোটকর্মীরা নির্বিঘ্নে বাড়ি ফিরবেন , পঞ্চায়েত ভোট পরিচালনা এক বিরাট কর্মযজ্ঞ। বিভিন্ন সরকারি কর্মচারীদের ব্যবহার করা হয় ভোটের কাজে। ভোটকর্মীদের নির্দিষ্ট গন্তব্যে পৌঁছনো, ভোট করানো এবং তারপর আবার তাঁদের বাড়ি ফেরা… সব মিলিয়ে বিশাল এক ব্যবস্থাপনা। পঞ্চায়েত ভোট পুরোটাই গ্রামাঞ্চল কেন্দ্রিক। অনেক ভোটকর্মীকেই পাঠানো হয় প্রত্যন্ত গ্রামে ভোট করাতে। কিন্তু সেখান থেকে তাঁরা কীভাবে ফিরবেন, তা নিয়েও চিন্তা থেকে যায়। তাই এবার ভোটকর্মীদের জন্য বিশেষ ব্যবস্থা করল পূর্ব রেল। ভোটের রাতে চালানো হবে স্পেশাল ট্রেন। দক্ষিণ ২৪ পরগনা জেলার পঞ্চায়েতের নির্বাচনী অফিসার ও জেলাশাসকের অনুরোধে এই বিশেষ ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে রেল।
ডায়মন্ড হারবার থেকে শনিবার গভীর রাত ১ টার সময় একটি স্পেশাল ট্রেন ছাড়বে শিয়ালদহের উদ্দেশে। সেই ট্রেনটি শিয়ালদহে পৌঁছবে রাত ২টো ২৭ মিনিটে। ক্যানিং থেকেও গভীর রাত ১টায় ছাড়বে একটি ভোট স্পেশাল ট্রেন। সেটি শিয়ালদহে পৌঁছবে রাত ২টো ৫ মিনিট। আবার নামখানা স্টেশন থেকে একটি ট্রেন ছাড়বে রাত পৌনে ১২টা নাগাদ। সেটি শিয়ালদহে পৌঁছবে রাত ২টো ২০ মিনিট নাগাদ। এই তিনটি স্পেশাল ট্রেন যাত্রাপথে মাঝখানের সবক’টি স্টেশনেই থামবে। ফলে যাঁরা ভোটকর্মী হিসেবে দক্ষিণ ২৪ পরগনার প্রত্যন্ত গ্রামে যাবেন, তাঁদের ভোটের কাজ শেষ করে বাড়ি ফিরতে খুব একটা সমস্যা হবে না।
আরও পড়ুন – প্রকাশ্য হোয়াট্সঅ্যাপ স্টেটাস লিখে পিতা শোভন চট্টোপাধ্যায়কে আক্রমণ করলেন পুত্র ঋষি চট্টোপাধ্যায়।
শনিবার ভোট। পঞ্চায়েত ভোট বাকি ভোটগুলির তুলনায় একটু আলাদা। এখানে ইভিএম মেশিন নয়, ব্যালট পেপারে ভোট হয়। আবার তিনটি স্তরের জন্য আলাদা আলাদা ব্যবস্থা। গোটা ভোট প্রক্রিয়া শেষ করে ভোটকর্মীরা যাতে নির্বিঘ্নে বাড়ি ফিরতে পারেন, তা নিশ্চিত করতে তিনটি স্পেশাল ট্রেন চালানো হবে গভীর রাতে। শিয়ালদহ দক্ষিণ শাখায় ডায়মন্ড হারবার, ক্যানিং ও নামখানা স্টেশন থেকে ছাড়বে এই স্পেশাল ট্রেনগুলি। জেনে নিন এই ভোট স্পেশাল ট্রেনের সময়সূচি।