
মালদ্বীপে পাড়ি জমিয়েছেন টলিউড অভিনেত্রী শ্রাবন্তী (Sravanti) চ্যাটার্জি। তাঁর সঙ্গে সফরসঙ্গী হিসাবে রয়েছেন তাঁর চর্চিত প্রেমিক অভিরূপ নাগ চৌধুরী, ছেলে অভিমন্যু এবং তার প্রেমিকা দামিনী ঘোষ। বৈবাহিক বন্ধনে প্রেমিক, প্রেমিকার সঙ্গে আবদ্ধ না হলেও, বন্ধুত্বপূর্ণ সম্পর্কের জেরেই ভিনদেশে একসঙ্গে পা রেখেছেন তাঁরা।
সমুদ্র ভ্রমণ মানেই স্বচ্ছ শার্টের ফ্যাশন। সেই ফ্যাশনেই অবশেষে ধরা দিলেন শ্রাবন্তী (Sravanti) । প্রথমদিনের ছবিতে দেখা গিয়েছিল, পরনে রঙিন বিকিনির উপর শুধু স্বচ্ছ সাদা রঙের শার্টে দাঁড়িয়েছিলেন তিনি। পরের দিনের ছবিতেও সেভাবেই দেখা গেল শ্রাবন্তীকে।
আর ও পড়ুন হাসপাতালে ভর্তি হয়েছেন সাংসদ, অভিনেত্রী নুসরত জাহান (Nusrat Jahan)
বিকিনির উপর স্বচ্ছ শার্টে সমুদ্র পাড়ে গা এলিয়ে শুয়ে আছেন শ্রাবন্তী(Sravanti)। চোখের কালো রঙের রোদচশমা। ঠোঁটে টকটকে লাল রঙের লিপস্টিক। খোলা চুলে। হালকা কার্ল করে স্টাইল করা তাতে। তিনটি ছবির ক্যাপশনে নায়িকা লিখেছেন, ‘মাথার উপরে খোলা আকাশ, পায়ের কাছে বালির পাড়, অপার শান্তি…’ অর্থাৎ বহুদিন পর সমুদ্রের হাওয়া গায়ে লাগিয়ে তিনি দিব্যি ছুটি কাটাচ্ছেন সেখানে। সামাজিক মাধ্যমে শ্রাবন্তির এই ছবি স্বাভাবিকভাবেই শ্রাবন্তির অনুরাগীদের কাছে বাড়তি পাওয়া হয়ে উঠে এসেছিলো।
স্বচ্ছ পোশাকে নায়িকাকে দেখেই ছবিতে চোখ আটকে গিয়েছে সকলের। শ্রাবন্তীকে দেখে অনুরাগীদের মতোই মন্তব্য করা থেকে বিরত থাকতে পারেননি ইন্ডাস্ট্রির সহকর্মী ও অভিনেত্রী মিমি চক্রবর্তী। শ্রাবন্তীর ছবির নীচে একগুচ্ছ আগুনের ইমোজি দিয়েছেন তিনি। অর্থাৎ বোঝাতে চাইছেন, যেন সমুদ্রের জলেই আগুন জ্বেলেছেন শ্রাবন্তী।
যদিও অনেকে মনে করছেন, এবার স্বচ্ছ শার্টের বদলে শুধু বিকিনিতে দেখতে চান শ্রাবন্তীকে। আবারও কারও দাবি, ‘এবার বিয়েটা করেই ফেলুন। তারপর আবার বেড়াতে যাবেন। সব মিলিয়ে শ্রাবন্তি আবার আলোচনা সমালোচনার কেন্দ্র বিন্দুতে উঠে এলেন।